রাসেদ বিল্লাহ চিশতীঃ
নোয়াখালীতে বন্যায় কবলিত বানভাসি জনসাধারণের মাঝে ইউপি চেয়ারম্যানের উদ্যেগে ব্যাপক খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। টানা ভারী বর্ষণে নোয়াখালীর চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। আজ (২৪ আগষ্ট) শনিবার নোয়াখালী
সদর উপজেলার ১৯নং চরমটুয়া ইউনিয়নে ইউপি চেয়ারম্যান মোঃ ফয়সাল বারী চৌধুরীর উদ্যেগে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ও বন্যার পানিতে আটকে থাকা ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এ প্রতিবেদকে ১৯নং চরমটুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ফয়সাল বারী চৌধুরী
বলেন, টানা ভারী বর্ষণে আমার ১৯নং চরমটুয়া ইউনিয়নের ৯ ওয়ার্ডই প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়িসহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৫/৬ ফুট পানির নিচে তলিয়ে গেছে। আমার সেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে আটকে থাকা বন্যর্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
তিনি বলেন, ১৯নং চরমটুয়া ইউনিয়ন একটি উপকূলীয় এলাকা। এখানে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল, ডাল, পানিবিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি ও লাইটার সামগ্রি বিতরণের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। ১৯নং চরমটুয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, রাতে মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল। সেখানে যা খাবার ছিল তা রাতেই শেষ। সকালে নিজের ভিটেমাটি দেখতে ও খাবারের জন্য সবাই নিজ বাড়িতে যান। গিয়ে দেখেন অনেকের বাড়িঘর ভেসে গেছে। অনেকেই পানিবন্দি হয়ে আছেন। আমাদের চেয়ারম্যান মোঃ ফয়সাল বারী চৌধুরী খাদ্য সামগ্রী নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করছেন।