ঢাকাশনিবার , ২৪ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

পাইকগাছায় ভাঙ্গন কবলিত এলাকায় খাদ্য সামগ্রী প্রদান

50
admin
আগস্ট ২৪, ২০২৪ ১২:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মোঃ শফিয়ার রহমান

খুলনার পাইকগাছার দেলুটি ইউনিয়নের ভাঙ্গন কবলিত এলাকায় উপজেলা প্রশাসন ও বিভিন্ন প্রতিষ্ঠানের পক্ষ থেকে খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে।

গত বুধবার দুপুরে কালিনগরস্থ ভদ্রা নদীর ওয়াপদার বাঁধ ভেঙ্গে যায়। গত তিন দিনেও স্বেচ্ছাশ্রমে বাঁধ দিয়েও রক্ষা করা যাচ্ছেনা। যার ফলে পানিবন্ধি হয়ে পড়েছে ১৩ গ্রামের হাজার হাজার লোক। এসব অসহায় মানুষদের মাঝে উপজেলা প্রশাসনের পক্ষ থেক গত তিন দিনে প্রদান করা হয়েছে চাউল ১২ মেট্রিক টন, খাবার স্যালাই ৫ হাজার প্যাকেট, বিস্কুট ৮৭৪ প্যাকেট, খেজুর ১২০ কেজি, গুড় ৭৮ কেজি, চিড়া ৫২৫ কেজি, মুড়ি ৩১৬ কেজি। এ সময় উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস, কৃষি অফিসার অসীম কুমার দাস উপস্থিত ছিলেন।

অন্যদিকে টীম খুলনা বিল্ড খুলনা সংগঠনের পক্ষ থেকে শুকনো খাবার, পানি, স্যালাইন, বিশুদ্ধ করণ ট্যাবলেট প্রদান করা হয়েছে। ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, সংগঠনটির সভাপতি আরিফুল হক মোল্ল্য, সাধারণ সম্পাদক শাকিল আহম্মেদ, তানজিম আনছারী, আহসান সিদ্দিকী প্রিন্স, আবুবকর সিদ্দিকী, ওমর ফারখ, রবিউল ইসলাম রবি, ইউনুছ সাগর, সালেহ আহম্মেদ সুমন ও রেদোয়ান রোহান। এ সময় আরও উপস্থিত ছিলেন, পাইকগাছা রিপোর্টার্স ইউনিটির সিনিয়র নির্বাহী সদস্য দৈনিক যুগান্তর পত্রিকার উপজেলা প্রতিনিধি সিনিয়র সাংবাদিক জিএম মিজানুর রহমান মিজান, কোষাধ্যক্ষ মোঃ ফিরোজ হোসেন, যুগ্ম সম্পাদক জিয়াউদ্দিন নায়েব, দপ্তর সম্পাদক মানছুর রহমান জাহিদ, সদস্য আনোয়ারুল ইসলাম, মাজহারুল ইসলাম মিথুন, কাজি সোহাগ ও শফিয়ার রহমান।

এ এছাড়াও বিভিন্ন এলাকা থেকে সাধারণ লোকজন সহায়তা করে যাচ্ছেন বলে  ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল জানান।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।