ঢাকারবিবার , ২৫ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীর আন্ডারচরে চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

50
admin
আগস্ট ২৫, ২০২৪ ৫:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

 রাসেদ বিল্লাহ চিশতীঃ

নোয়াখালীতে ইউপির চেয়ারম্যানের নিজস্ব অর্থায়নে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। টানা ভারী বর্ষণে নোয়াখালীর চরাঞ্চলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বন্যায় কবলিত বানভাসি জনসাধারণের মাঝে খাদ্য সংকট দেখা দেয় প্রকটভাবে।

রাতে মানুষ আশ্রয় কেন্দ্রে ছিল। সেখানে যা খাবার ছিল তা রাতেই শেষ। সকালে নিজের ভিটেমাটি দেখতে ও খাবারের জন্য সবাই নিজ বাড়িতে যান। গিয়ে দেখেন অনেকের বাড়িঘর ভেসে গেছে। অনেকেই পানিবন্দি হয়ে আছেন। (২৫আগষ্ট) রবিবার নোয়াখালী

সদর উপজেলার ২০নং আন্ডারচর ইউনিয়নে  বিভিন্ন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নেওয়া ও বন্যার পানিতে আটকে থাকা বন্যার্ত বানভাসি

ক্ষতিগ্রস্তদের মাঝে ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের নিজস্ব অর্থায়নে ব্যাপক ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।

টানা ভারী বর্ষণে ২০নং আন্ডারচর ইউনিয়নের ৯ টি ওয়ার্ডই প্লাবিত হয়েছে। রাস্তাঘাট, ফসলী জমি, মৎস খামার, গরুর খামার, ঘর বাড়িসহ প্রায় শতাধিক শিক্ষা প্রতিষ্ঠান ৬/৭ ফুট পানির নিচে তলিয়ে গেছে। ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিনের দিকনির্দেশনায় তার নিয়জিত সেচ্ছাসেবকরা বিভিন্ন স্থানে আটকে থাকা বন্যর্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ ও উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।

১৯নং চরমটুয়া ইউনিয়ন একটি উপকূলীয় এলাকা।এখানে অসহায় মানুষের মাঝে শুকনো খাবার, চিড়া, মুড়ি, বিস্কুট, গুড়, চাল, ডাল, পানিবিশুদ্ধ করন ট্যাবলেট, মোমবাতি ও লাইটার সামগ্রি বিতরণের প্রয়োজনিয়তা দেখা দিয়েছে। ১৯নং চরমটুয়া ইউনিয়নের বাসিন্দারা জানান, আমাদের চেয়ারম্যান মোঃ মোঃ জসিম উদ্দিন খাদ্য সামগ্রী নিয়ে আমাদের পাশে দাঁড়িয়ে নজির সৃষ্টি করছেন।

ইউপি চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন সাংবাদিকদের বলেন, নোয়াখালী জেলার ৯৩টি ইউনিয়নে গত কয়েক দিনে টানা বর্ষণে সৃষ্ট বন্যায় বিপর্যস্ত হয়ে পানি বন্দী হয়ে পড়েছে অন্তত ২০ লক্ষ বাসিন্দা। নোয়াখালী উপকূলীয় অঞ্চলে এত বন্যা দেখেছি, কিন্তু এমন ভয়াবহ অবস্থা দেখি নাই। এবারের বন্যা আমাদের বিপর্যস্ত করে তুলেছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।