পাবনা প্রতিনিধি
পাবনায় নিখোঁজের দুইদিন পর এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২৫ আগস্ট) সকালে পাবনার বেড়া উপজেলা নতুন ভারঙ্গা পার্শ্ববর্তী রায়হান মোল্লার ডোবা থেকে হাত-পা বাঁধা অবস্থায় লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত গৃহবধূ লাকী খাতুন (৩৬) নতুন ভারঙ্গা গ্রামে রবিউল ইসলামের স্ত্রী।
স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, গত দুইদিন আগে বাড়ি থেকে রাত সাড়ে ৮টার দিকে নিখোঁজ হয়। আত্মীয়-স্বজনদের বাড়িতে খোঁজাখুঁজি করলেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় নিহত লাকি খাতুনের স্বামী গত কাল বেড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।
আজ সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠায় পুলিশ।
নিহতের স্বামী রবিউল ইসলাম মুঠো ফোনে জানান, পার্শ্ববতী এলাকায় রফিকের সাথে অবৈধ সম্পর্ক ছিল এর জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে।
এ দিকে বেড়া থানার ওসি তদন্ত সিদ্দিকুর রহমান জানান, স্থানীয়রা খবর দিলে আমরা ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছি এবং ময়লা তদন্তের জন্য লাশটি মর্গে প্রেরণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।