ঢাকাবৃহস্পতিবার , ২৯ আগস্ট ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় সরকারি গাছ চুরি করে বিক্রি, গাছ উদ্ধার, থানায় অভিযোগ

50
admin
আগস্ট ২৯, ২০২৪ ১১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

মোঃ রিপন শেখ ভাঙ্গা(ফরিদপুর) প্রতিনিধি

ভাঙ্গায় সরকারি ৬টি মেহগুনি গাছ রাতের আঁধারে কেটে চুরি করে বিক্রি করার সময় ধরা পড়েছে ভূমি সহকারী কর্মকর্তার হাতে।

এই ঘটনায় বুধবার দুপুরে আলগী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন বাদী হয়ে ভাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছে । এর আগে মঙ্গলবার বিকেলে আলগী ইউনিয়নের ছোট খারদিয়া সড়ক থেকে গাছগুলো উদ্ধার করা হয় । গাছের মুল্য ৫০ হাজার টাকা হবে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার আলগী ইউনিয়নের ৫৩ নং ছোট খারদিয়া এলাকায় ভূমি অফিসের নামে একটি সরকারি বাগান ও হালোট রয়েছে। সেই বাগানে বিভিন্ন ধরনের গাছ সহ বড় বড় মেহগনি গাছ রয়েছে। গত ২২ আগষ্ট সকালে স্থানীয় জলিল মাতুবরের এর নেতৃত্বে কয়েকজন লোক বড় বড় ৬টি মেহগনি গাছ চুরি করে কেটে ফেলে। সংবাদ পেয়ে আলগী  ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে গাছ কাটতে দেখে বাঁধা দেয় । তখন জলিল মাতুব্বরের সাথে আলমগীরের বাকবিতণ্ড হয়। এরপর গত মঙ্গলবার (২৭ আগস্ট) বিকেলে  ওই ৬টি মেহগনি গাছের ৯টি খন্ড করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে ।এমনই সংবাদ পেয়ে সহকারী ভুমি  কর্মকর্তা হাতেনাতে ধরে ফেলে এবং গাছ গুলো উদ্ধার করে। চুরি করা গাছের বাজার মুল্য অনুমানিক ৫০ হাজার টাকা মামলায় উল্লেখ্য করা হয়েছে।

এ ব্যাপারে আলগী ইউনিয়নের সহকারী ভুমি কর্মকর্তা মো: আলমগীর হোসেন জানান, আমাদের সরকারী জায়গা থেকে ৬টি গাছ মেহগনি গাছ কেটে ফেলে স্থানীয় জলিল মাতুববর সহ তার লোকজন। আমি ঘটনাস্থলে গিয়ে গাছ সহ সবাইকে হাতেনাতে ধরে ফেলি। মঙ্গলবার বিকেলে সেই গাছ গুলো নসিমনে করে বিক্রি করার উদ্দেশ্যে নিয়ে যাচ্ছে। তখন গাছ গুলো উদ্ধার করি। এ ঘটনায় ছোট খারদিয়া গ্রামের মৃত্যু আরব মাতুব্বরের পুত্র জলিল মাতুব্বরকে প্রধান আসামি করে  একটি অভিযোগ দিয়েছি।

এ বিষয় জলিল মাতুব্বর বলেন, জায়গাটি বর্তমানে সরকারি জায়গা হলেও পুর্বে জায়গাটি আমাদের দখলে ছিল। গাছ গুলো অনেক বড় হয়েছিল তাই কেটে ফেলেছি।

এব্যাপারে ভাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন আল রশিদ জানান, সরকারী গাছ কাটার ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

সরকারী মেহগনি গাছ টুকরো করে নসিমনে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যেতে দেখা গেছে

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।