ঢাকাবৃহস্পতিবার , ৫ সেপ্টেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ধনবাড়ীতে ছাত্র -জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে শহীদি মার্চ পালন

50
admin
সেপ্টেম্বর ৫, ২০২৪ ১:৫৫ অপরাহ্ণ
Link Copied!

ইমাম হাসান সোহান, টাঙ্গাইল জেলা প্রতিনিধি

টাঙ্গাইলের ধনবাড়ীতে আজ ০৫/০৯/২০২৪ ইং রোজ বৃহস্পতিবার ছাত্র-জনতার অভ্যুত্থানে আহত ও শহীদের স্মরণে শহীদি মার্চ পালন করা হয়েছে। দুপুর একটার দিকে ধনবাড়ী বাসস্ট্যান্ডে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা জড়ো হতে থাকে। এরপর ব্যানার ফেস্টুন নিয়ে ধনবাড়ী উপজেলা অভিমুখে মিছিল বের করে এবং উপজেলা চত্বরের ভেতরে শহীদ মিনারে অবস্থান নিয়ে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করে।
জাহাঙ্গীর আলম মুন্নার সঞ্চালনায় বক্তব্য রাখেন শহীদ ইকরামুল হক সাজিদের ভাই সাইদুর রহমান আপন। সাইদুর রহমান আপন তার বক্তব্যে বলেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন প্রাথমিকভাবে সফল হয়েছে কিন্তু এখনই রাজপথ ছেড়ে দিলে চলবে না ছাত্র যেন এই মুহূর্তে বর্তমান সরকারের সব ধরনের সাহায্য সহযোগিতা করবে । তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সকল আহত ছাত্র জনতার সুস্থতা কামনা করেন। ধনবাড়ী সরকারি কলেজ , আসিয়া হাসান আলী মহিলা ডিগ্রী কলেজ, কলেজিয়েট মডেল স্কুল সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সাধারণ জনগণ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন । এছাড়াও আন্দোলনে ছাত্রদের হত্যকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান বৈষম্যবিরোধী ছাত্ররা এবং আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার দাবি জানানো হয় মিছিল পরবর্তী সমাবেশ থেকে। দেশ বিরোধী ষড়যন্ত্রে যারা লিপ্ত তাদের বিরুদ্ধে ছাত্রদের কঠোর অবস্থানে থাকার আহ্বান জানানো হয় কর্মসূচি থেকে। তবারক বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয় ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।