রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে জমি ক্রয় নিয়ে বিরোধে ইট দিয়ে চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে রকিবুল ও মেনাজুল নামে দুই ব্যাক্তির বিরুদ্ধে।এবিষয়ে ভুক্তভোগী আজিজুল বিষাদু মঙ্গলবার ১৭সেপ্টেম্বর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।এমন অমানবিক বিবেকহীন ঘটনা ঘটেছে উপজেলা গোপীনাথপুর ইউনিয়ন বোর্ডেরহাট দক্ষিণ পাড়া গ্রামে।
থানায়,লিখিত ও অভিযোগ সূত্রে জানা গেছে,দীর্ঘ দিন আজিজুল বিষাদু সঙ্গে ও রকিবুল ও মেনাজুল পারিবারিক বসতবাড়ি জমি কেনা নিয়ে বিরোধ চলে আসছিল।তারা সম্পর্কে দুজনে আপন চাচা ভাতিজা।প্রায় চার বছর আগে মেনাজুলের বসত ভিটার ৫শতক জমি বিক্রয় করতে চাইলে তা,চাচা আজিজুল বিষাদু কেনার জন্য
২,৩০,০০০ টাকা দেন ভাতিজা আজিজুলকে। এতে স্হানীয় দুজন টাকা দেওয়ার সময় সাক্ষী থাকেন।চার বছর পর জমির দাম বেশিহওয়ায় মেনাজুল বেশি টাকার লোভে অন্যত্রে বিক্রি করার সিদ্ধান্ত নয়। এতে চাচা ভাতিজা বিরোধ লেগে যায়। ঘটনার দিনে এ নিয়ে দুই পক্ষের হাতাহাতি হয়। এরে জের ধরে রাস্তায় ইট দিয়ে চলাচলের প্রতিবন্ধকতার সৃষ্টি করে মেনাজুল।বিষয়টি স্থানীয়ভাবে মীমাংস হলোদুই পক্ষেই আবার বিরোধে জড়িয়ে পড়ে।
এবিষয়ে আজিজুল বিষাদু বলেন,ঘটনার দিন আমার ছেলের বউ মনিরাকে মারধর করে মেনাজুল,রকিবুল ও তার স্ত্রী মেয়ে মিলে।তিনি আরো বলেন তাদের ৫শতক জমি আমি কেনার জন্য চার বছর আগে ২ লাখ ৩০ হাজার টাকা দেই।এখন তারা জমি বেশি টাকার লোভে অন্য জায়গায় বিক্রি করার পায়তারা করছেন।
অভিযোগ অস্বীকার করে মেনাজুল রকিবুল বলেন,আমি তাদের কাছে জমি বিক্রির জন্য কোন টাকা পয়সা গ্রহন করেনি।এটা তাদের মিথ্যা ভিত্তিহীন কথা।এছাড়া মনিরাকে আমার বাড়ির লোকজন কেউ মারধর করেনি।উল্টো তারায় আমার মেয়েকে মারধরর করে।
বদরগঞ্জ থানার ওসি তদন্ত মনোয়ার জাহান বলেন, এ ঘটনায় দু’পক্ষের অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্হা নেওয়া হবে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।