স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় সৎ মায়ের শারীরিক নির্যাতনের শিকার হয়েছে নাবালিকা কন্য শিশু ফারিয়াতুল জান্নাত খুশি। বানারীপাড়া উপজেলার ৩নং সৈয়দকাঠী ইউনিয়নের ৭নং ওয়ার্ড করপাড়া গ্রামের বাসিন্দা খোকন এর প্রথম স্ত্রী ফাতিমা বেগম। তিনি জন্মদেন কন্যা শিশু ফারিয়াতুল জান্নাত খুশি। নাম খুশি হলেও খুশি তার জিবনে আসেনি। খুশির জন্ম হয় ২০১৬ সালে ২৭ আগষ্ট।
জন্মের কয়েকঘন্টা পর তার মা ফাতিমা বেগম মৃত্যুবরণ করে। ফারিয়াতুল জান্নাত খুশি কে এরপর থেকেই তাহার বাবা, ফুফুরা লালন পালনের দায়িত্ব নেন। খোকন এর প্রথম স্ত্রী ফাতিমা বেগমের মৃত্যুর ৩ মাস পরে তানজিলা বেগম (২৫) কে বিবাহ করে। ফারিয়াতুল জান্নাত খুশির ৫ বছর বয়স হওয়ার পরে খোকন ও তানজিলার তাহাদের কাছে এনে লালন পালন করিতে থাকে। লালন পালন করাকালীন সময় হতে তানজিলা তাহার সৎ মেয়ে ফারিয়াতুল জান্নাত খুশিকে বিভিন্ন সময় অহেতুক গালিগালাজ ও শারীরিক নির্যাতন করে আসছিল।
এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আনুমানিক সন্ধ্যা ৬.৩০ মিনিটের সময় তানজিলা তাহার সৎ মেয়ে ফারিয়াতুল জান্নাত খুশিকে তাহার বসত ঘরের দরজা বন্ধ করিয়া শারীরিক ও মানষিক নির্যাতন করে। তার আর্তনাদে আহত অবস্থায় ঘটনাস্থল থেকে স্থানীয় লোকজন সৎ মা তানজিলা হাত থেকে খুশিকে প্রাণে রক্ষা করে।
পরবর্তীতে স্থানীয় লোকজন খুশির বাবাকে ডেকে খুশির ফুফুদের কাছে তুলিয়া দেয়। এ সময় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজন খুশির সৎ মা তানজিলাকে আইনের আওতায় এনে শাস্তির দাবী জানায়। এলাকার সকলের দাবি সকলের দাবি সৎ মেয়ে ফারিয়াতুল জান্নাত খুশির জীবনে ফিরে আসুক খুশি।