নিজস্ব প্রতিবেদকঃ
সদর উপজেলার খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষে চলছে ফার্নিচার ব্যাবসা কার্যক্রম। বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ফার্ণিচার ব্যাবসায়ীর নিকট ভাড়া দেওয়ার অভিযোগ উঠেছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এ নিয়ে বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
স্থানীয় কয়েকজন অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বলেন, খলিফার হাট উচ্চ বিদ্যালয়টিতে সাম্প্রতিক সময়ে কলেজ প্রতিষ্ঠা করতে দাবি উঠেছে। অথচ এমন দাবীর মুখে বিদ্যালয়ে শ্রেণী কক্ষে ফার্ণিচার দোকানের জন্য ভাড়া দেওয়া বেমানান। আশেপাশে শিক্ষাপ্রতিষ্ঠান থাকলেও ঐতিহ্যের কারনে শিক্ষার্থীরা এখানে পড়তে আসে।
বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী এ প্রতিবেদক কে জানান, তাদের শ্রেণিকক্ষে ফার্ণিচার দোকান দেওয়াতে বিদ্যালয়ের সুনাম সুক্ষতি ক্ষুন্য হচ্ছে। বিদ্যালয়ের বদনাম হচ্ছে। পাঠদানে আমাদের সমস্যা হচ্ছে। এছাড়া বিভিন্ন রকম বিড়ম্বনায় পড়তে হয় তাদের।
সরেজমিনে গত বুধবার স্কুল চলাকালীন বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, খলিফার হাট উচ্চ বিদ্যালয়ের শ্রেণী কক্ষ ভাড়া দেওয়া হলে ফার্নিচার দোকানি ফার্নিচারের নানা পন্য সামগ্রি তৈরি করে ব্যাবসা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এ জন্য স্কুল কর্তৃপক্ষকে মাসিক ৫ হাজার টাকা ভাড়া পরিশোধ করে। শ্রেণী কক্ষে ভাড়ায় ফার্নিচার দোকান ছাড়াও খলিফার হাট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক দেলোয়ার ও সভাপতি শিপনের বিরুদ্ধে দূর্নীতি, অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
নোয়াখালী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখিনুর জাহান নীলা বলেন, বিদ্যালয় কর্তৃপক্ষ এভাবে শ্রেণী কক্ষ ভাড়া দিতে পারেন না। অভিযোগের সত্যতা নিশ্চিত হলে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।