এনামুল কবির, স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়ায় পূর্ব শত্রুতার জের ধরে ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেন প্রতিপক্ষের হামলার শিকার হয়েছে।
৩০ সেপ্টেম্বর সোমবার বিকাল সাড়ে পাঁচ ঘটিকায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামে এ হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এ ব্যাপারে আহত মোজাম্মেল হোসেন বাদী হয়ে বানারীপাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন ডিস ব্যবসায়ী মোজাম্মেল হোসেন আলতা গ্রামে তার ব্যবসায়িক কাজ থেকে ফেরার পথে আবাসন এলাকার পাকা রাস্তায় তার মোটরসাইকেল গতিরোধ করে অতর্কিত হামলা চালায়। উক্ত ঘটনায় অভিযুক্ত কবির হোসেন, লতিফ মাঝি, ইকবাল খালাসি, ইরান খালাসী। তারা মোজাম্মেলের শার্টের কলার ধরে মোটরসাইকেল থেকে টেনে হিঁচড়ে নামিয়ে রড দিয়ে এলোপাথারি মারধর করে।
এ সময় মোজাম্মেলের ডাক চিৎকারে আশপাশের লোকজন উপস্থিত হয়ে মোজাম্মেলকে উদ্ধার করে বানারীপাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসে। আহত মোজাম্মেল হোসেন জানায়, উল্লেখিত ব্যক্তিদের সাথে জমিজমা নিয়ে আমার পূর্ব শত্রুতা রয়েছে। রাস্তায় আমাকে একা পেয়ে খুনের উদ্দেশ্যে আমার উপর হামলা চালায়। এ বিষয়ে অভিযুক্তের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি।