ঢাকামঙ্গলবার , ১ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পীরগঞ্জে পাউবো ফার্ম সাইট অবৈধ ভাবে দখল উচ্ছেদে গড়িমসির অভিযোগ

50
admin
অক্টোবর ১, ২০২৪ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার পানি উন্নয়ন বোর্ড (পাউবো) কোলনীর সামনে সরকারী জায়গা দখল করে অবৈধ ভাবে দোকান ঘড় নির্মান করা হয়েছে।

ঐ অবৈধ স্থাপনা (ঘড়) উচ্ছেদের জন্য উপজেলা নির্বাহী অফিসারের কাছে পাউবোর পক্ষ থেকে আবেদন করা হলেও অজ্ঞাত কারণে ২০ দিনেও ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তবে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বলছেন, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না।

সম্প্রতি গত ১০ সেপ্টেম্বর পানি উন্নয়ন বোর্ডের ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া স্বাক্ষরিত এক সূত্রে জানা যায়, পীরগঞ্জ পৌর শহরের শহিদ আবু ইসাহাক সড়কে পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ আফিস কোলনীর সামেনে সীমানা প্রাচীর ও পাকা রাস্তার মাঝামাঝি সরকারী জয়গা দখল করে এক যুবলীগ নেতার ছত্রছায়ায় এক ব্যক্তি টিন ও বাঁশ দিয়ে দোকান ঘড় নির্মান করেছেন। এতে অফিস কলোনীর পরিবেশ নষ্ট হওয়ার পাশাপাশি সরকারী জমি বেদখল হয়েছে। ঐ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারকে অনুরোধ জানানো হয়।

আবেদনের ২০ দিন অতিবাহিত হলেও এখনো অবৈধ স্থাপনা উচ্ছেদে পীরগঞ্জ উপজেলা প্রশাসন কোন উদ্যোগ গ্রহন করেনি। এ নিয়ে সম্প্রতি গত ৩০ সেপ্টেম্বর সোমবার পীরগঞ্জ উপজেলা আইন শৃংখলা সভায় ব্যাপক আলোচনা হয়েছে। এ বিষয়ে পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম জানায়, পাউবোর কর্মকর্তারা চিঠি দিয়েই দায় এড়ানোর চেষ্টা করছেন। তাদের পক্ষ থেকে কেউ যোগাযোগ করছেন না। তাদের লোকজন ছাড়া অভিযান পরিচালনা করা যাচ্ছে না।

এ বিষয়ে পাউবোর ঠাকুরগাঁও জেলা নির্বাহী প্রকৌশলী যাকারিয়া বলেন, আমারা সব সময় প্রস্তুত আছি। প্রশাসন চাইলেই সহযোগীতা করা হবে। উল্লেখ্য, পানি উন্নয়ন বোর্ডের পীরগঞ্জ অফিস কলোনীর সামনে প্রাচীর ও পাকা রাস্তার মাঝে সরকারী জায়গায় অবৈধ ভাবে আরো বেশ কয়েকটি দোকান নির্মান করা হয়েছে। যা উচ্ছেদের জন্য ইতি পূর্বেও পাউবোর পক্ষ থেকে পত্র দেওয়া হয়। কিন্তু অজ্ঞাত কারণে কোন পদক্ষেপ নেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।