রানা ইসলাম বদরগঞ্জ রংপুর
রংপুরে বদরগঞ্জে দামোদরপুর ইউনিয়ন চম্পাতলি সেতুর এক পাশে বিশাল আকারে গর্তের সৃষ্টি হয়েছে।এতে সেতুর দুই পাশের বাসিন্দারা ঝুঁকি নিয়ে চলাচল করছেন।
মঙ্গলবার ১ অক্টোবর সরজমিনে ঘটনাস্হলে গিয়ে দেখা যায় সেতুর এক পাশে গত চার পাঁচ দিন আগে টানা বর্ষনের কারনে গভীর গর্তের সৃষ্টি হয়েছে। এছাড়াও সেতুর বাম পাশে নিচের পিলারের অংশের মাটি ও বোল্টার সরে গিয়ে আরো ঝুকিপূর্ণ হয়ে পড়ছে।ফলে যেকোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
স্হানীয় বাসিন্দা বিকাশ চন্দ্র নামে এক ব্যাক্তি বলেন,এই সেতুর দক্ষিণ ও পূর্ব প্রান্তের ১০হাজার মানুষ এই সেতু দিয়ে চলাচল করে। কয়েক দিন আগে অবিরাম বৃষ্টির ফলে সেতুর পাশে গর্ত হয়েছে। এতে আমরা মারাত্মক ঝুঁকি নিয়ে পার হচ্ছি।
চম্পাতলির উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষক বলেন,মোটরসাইকেল নিয়ে যাওয়া আসার সময় চরম আতংকে থাকি।কখন না দুর্ঘটনায় পড়ি। এই মুহূর্তে সংস্কার না করা গেলে যেকোনো সময় ভয়াবহ দুর্ঘটনা ঘটতে পারে।
স্হানীয় ইউপি সদস্য বলেন,বিষয়টি আমি ইউপি চেয়ারম্যানসহ উপজেলা প্রকৌশলীকে অবগত করেছি।
এবিষয়ে দামোদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক বলেন,প্রচুর বৃষ্টিতে সেতুর উপর গর্তের সৃষ্টি হয়েছে।আবার আগে থেকে সেতু একপাশে নিচে অংশ ফুটা দেখা দিয়েছি।বিষয়টি পানি উন্নয়ন বোর্ড ও উপজেলা
প্রকৌশলী কে জানানো হয়েছে।
উপজেলা প্রকৌশলী আসাদুজ্জামান বাপ্পীর মুঠোফোন কল দিলে তিনি বলেন, ভাই আপনি ফোনে কথা না বলে আমার অফিসে এসে এবিষয়ে কথা বলেন।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।