শাহাদুর রহমান, স্টাফ রিপোর্টারঃ
মানিকগঞ্জের ঘিওর উপজেলার সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মীর কাউসারের বিরুদ্ধে চাঁদাবাজি ও বাড়ি দখলের অভিযোগ উঠেছে। এ বিষয়ে গত রোববার পশ্চিম দোতরা গ্রামের উজ্জ্বল হোসেন নামের এক ব্যক্তি ঘিওর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত শনিবার মীর কাউসারের নেতৃত্বে ১০-১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে উজ্জ্বলের বাবা ফরহাদ হোসেনের কাছে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে সন্ত্রাসীরা তার বায়নাকৃত বাড়ি দখল করে ও ঘরে তালা ঝুলিয়ে দেয়। দখলে বাধা দিলে সন্ত্রাসীরা উজ্জ্বল হোসেন ও ফরহাদ হোসেনকে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঘিওর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ বিষয়ে ঘিওর থানার অফিসার-ইন-চার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,আমি নতুন এসেছি অভিযোগ দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।