ঢাকামঙ্গলবার , ১৫ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

বিধবার জমির গাছ কেটে অবৈধ ভাবে দখলের চেষ্টা, মামলা নেয়নি পুলিশ

50
admin
অক্টোবর ১৫, ২০২৪ ৫:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

মাহিদুল ইসলাম আউলিয়া ( রংপুর) প্রতিনিধি

রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর মন্ডল পাড়া গ্রামের অসহায় এক বিধবার মৃত স্বামীর রেখে যাওয়া বাড়ির উঠান সংলগ্ন

ক্রয়কৃত ৫ শতাংশ জমিতে লাগানো পারিবারিক পুষ্টি বাগানের আম গাছ,পেঁপে, কলা,লেবু,পেয়ারা,মালটা,লাউ,সীম, লিচু,সহ বিভিন্ন প্রজাতির গাছ কেটে ফেলেছে দুবৃত্তরা। অবৈধ ভাবে জমিটি বেদখলে চেষ্টা অব্যাহত রেখেছে দুবৃত্ত প্রতিবেশী মৃত মোহাম্মদ পন্ডিতের ছেলে আজাদুল ইসলাম ও তার দুই ছেলে রাশেল মন্ডল, আপেল মন্ডল ও স্ত্রী ডালিয়া বেগম।

এ বিষয়ে বিধবা মনছুরা বেগম বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও থানা পুলিশ অদ্যাবধি অভিযোগটি নথিভুক্ত না করায় আইনী সহযোগিতা না পেয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বিধবা মনছুরা ও তার পরিবার।

জানা গেছে, রংপুরের মিঠাপুকুর উপজেলার ময়েনপুর ইনিয়নের ময়েনপুর মন্ডল পাড়া গ্রামের মৃত মমদেল মন্ডলের বিধবা স্ত্রী মনছুরা বেওয়ার স্বামীর ক্রয় সুত্রে রেখে যাওয়া ২- শতাংশ জমি বিগত ৩০-০৯-২২ ইং তারিখে অন্যায় ভাবে জবর দখল করে ভোগদখল করে আসছেন আজাদুল গং। অদ্যাবধি বিধবা মনছুরা স্বামীর রেখে যাওয়া জমিটি উদ্ধার করতে পারেন নি। এরই মধ্যে আজাদুল গং সম্প্রতি বিধবা মনছুরা বেওয়ার স্বামীর রেখে যাওয়া বাড়ি উঠান সংলগ্ন আরো ৫ শতাংশ জমিতে আম,পেঁপে,কলা ,লাউ,লিচু,মালটা, সীম,লেবু,পেয়ারা, সহ বিভিন্ন প্রজাতির গাছের বাগান লাগিয়ে পারিবারিক পুষ্টি চাষ করে। এতে নিজের চাহিদা পুরনের পাশাপাশি বাজারে বিক্রি করে সংসারের চাহিদা পুরন করত। কিন্তু এতে ও বাধসাধে প্রতিবেশী আজাদুল ইসলাম গং গত ৯-১০-২৪ ইং তারিখের সকাল আনুমানিক ৭ দিকে মোহাম্মদ পন্ডিতের ছেলে আজাদুল ইসলাম, তার ২ ছেলে রাসেল মন্ডল, আপেল মন্ডল ও আজাদুলের স্ত্রী ডালিয়া বেগম।

বিধবা মনছুরা বেওয়া ঘটনার দিন সকালে বাগানে কাজ করতে গেলে আজাদুল গং অর্তকিত ভাবে লাঠি ছোরা দিয়ে মারপিটও ভয়ভীতি প্রদর্শন করে বিধবা মনছুরা কে জমি থেকে তাড়িয়ে দেয়। পরে পারিবারিক পুষ্টি বাগানের সবগুলি গাছ কেটে ফেলে। এতে করে প্রায় ২০ হাজার টাকার বিভিন্ন প্রজাতির গাছের ফসল নষ্ট হয়। বর্তমানে জমিটি অন্যায় ভাবে নিজ দখলে নেয়ার চেষ্টা অব্যাহত রেখেছে তারা। এ বিষয়ে বিধবা মনছুরা বেওয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করলেও থানা পুলিশ অদ্যাবধি মামলা টি নথিভুক্ত করেন নি। শুধু মনছুরা বেওয়া নন,তাদের অবৈধ দখল দ্বারিত্বের হাত থেকে রক্ষা পায়নি প্রতিবেশী, রাশেদ মন্ডল, হাসিনা বেগম,ভগলু মন্ডল, শহিদুজ্জামান, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক অভি আক্তারুজ্জামানও। তাদের প্রত্যেকের জমি তারা অন্যায় ভাবে জবর দখল করে নিয়ে ভোগ দখল করছে। কিছু বললে তারা মামলা হামলার ভয়ভীতি প্রদর্শন করে। তাদের ভয়ে গ্রামের সহজ সরল সাধারন মানুষ কেউ মুখ খোলার সাহস পায়না। ভুক্তভোগীরা জানান, বিচার সালিশের জন্য থানায় কিংবা, ইউনিয়ন পরিষদে ডাকলে ও তারা উপস্থিত হয় না। ফলে বিচার করা সন্ভব হয় না। ময়েনপুর ইউ পি চেয়ারম্যার বলেন, বিষয়টি নিয়ে বসার দিন তারিখ ধার্য হয়েছে।কাগজ পত্রের সঠিকতা যাচাই করে ব্যবস্থা গ্রহন করা হবে।

মিঠাপুকুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জানান, কোন অফিসার গিয়েছিল কি, না জানি না, এ কদিন তো পুজায় ব্যস্ত ছিল। এখন ব্যবস্থা নেয়া হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।