ঢাকাবুধবার , ২৩ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কাজিপুরে সম্পত্তি দখল করে চাকরি :বড় ভাইয়ের জমি কলেজে দানের অভিযোগ

50
admin
অক্টোবর ২৩, ২০২৪ ১:১২ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার গান্দাইল ইউনিয়নের উদগাড়ী এলাকায় বড় ভাইয়ের সম্পত্তি জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করে দপ্তর কাম প্রহরী পদে চাকরি নেওয়ার অভিযোগ উঠেছে হাফিজুর নামে এক ব্যাক্তির বিরুদ্ধে।

অভিযোগ সূত্রে জানা যায় উদগাড়ী গ্রামের মৃত দানেজ সেখ ওয়ারিশ সূত্রে প্রথম পক্ষের শশুরবাড়ী থেকে ১৯ শতক জমি পান। সেই ১৯ শতক জমি থেকে দানেজ উদ্দিন শেখের ২য় পক্ষের ছেলে হাফিজুর ১২ শতক জমি জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করে ২০১৮/১৯ সালে দপ্তর কাম প্রহরী পদে চাকুরি নেন। অথচ সেই ১৯ শতক জমি দানেজ সেখের প্রথম পক্ষের ছেলে আব্দুল জলিল এসাহক শেখ ও আবু তাহের শেখ নানার বাড়ীর ওয়ারিশ সূত্রে জমির মালিক।

সরেজমিনে গিয়ে জানা যায় দানেজ শেখের ১৯ শতক জমি থেকে প্রথম পক্ষের ছেলে আবু তাহের ৫ শতক জমি দখলে নিয়ে নেন। বাকী ১৪ শতক জমি থেকে ১২ শতক জমি হাফিজুর জোরপূর্বক দখল করে উদগাড়ী ডিগ্রি কলেজে দান করেন এবং অবশিষ্ঠ ২ শতক জমি এজমালি হিসেবে আছে বলে জানা যায়। বিভিন্ন সময় গ্রাম্য শালিশের আশ্রয় নিলেও এখনও বিষয়টি অমীমাংসিতই থেকে যায় বলে জানান তারা।

এখন নিজেদের জমি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন সহদর দুই ভাই আব্দুল জলিল ও এসাহক। তাদের দাবি সুষ্ঠু বন্টনের মাধ্যমে প্রাপ্য জমি যেন তারা ফেরত পায়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।