ঢাকাশনিবার , ২৬ অক্টোবর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

দিনাজপুরে মসজিদের সীমানা নির্ধারনে ভূরিভোজ ও আমীন সিন্ডিকেট 

50
admin
অক্টোবর ২৬, ২০২৪ ৬:০৮ অপরাহ্ণ
Link Copied!

বিশেষ প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সুজাপুর সাতগম্বুজ মসজিদের সীমানা নিয়ে পার্শ্ববর্তী প্লটের মালিকরদের বিরোধ চলমান। দীর্ঘদিনের বিরোধ নিষ্পত্তির জন্য ইউএনও এর নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সীমানা নির্ধারনের জন্য নোটিশ করে। এই নোটিশের প্রতিবাদে কমিটির কিছু লোক প্রতিবেশীর গাছ কাটে ও মসজিদের ২নং গেট বন্ধ করে প্রতিবেশী ও অন্য মুসুল্লিদের নামাজে যাতায়াতের বাধা সৃষ্টি করে। জমি পরিমাপের দিন ০১/১০/২৪ মসজিদে ৫০ কেজি গোশত দিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করেন। গ্রামবাসী যাতে মাপজোগে উপস্থিত থেকে সার্ভেয়ারদের প্রভাবিত করে এবং ভালো খাবার দিয়ে সরকারি আমীন ও সবাইকে খুশী করে ফায়দা নিতে এই ভুঁড়ি ভোজয়ে আয়োজন বলে জানা গেছে। মাপজোগের ২য় দিন ০৩/১০/২৪ খিচুড়ীর আয়োজন করা হয়। অন্য দিকে মসজিদ কমিটি মাপজোগে অবৈধ সুবিধা নিবার জন্য পৌরসভার সার্ভেয়ার মিলন সাহার ভগ্নিপতি মানিক সাহা নামে হিন্দু আমীনকে বিরামপুর উপজেলা থেকে আনে। বিষয়টি নিয়ে আমিনের সাথে মুঠোফোনে কথা বললে তিনি মাপ জোক ও আত্মীয়তার কথা স্বীকার করেন । পবিত্র মসজিদের সীমানা নির্ধারণে সুবিধা নিবার জন্য হিন্দু আমীন নিয়োগ ও মসজিদের টাকায় ভূরিভোজ আয়োজন করা নিয়ে এলাকায় চান্চল্য সৃষ্টি হয়েছে। মুসল্লীদের কয়েকজন বিষয়টি এই প্রতিবেদকের কাছে স্বীকার করেছেন। মসজিদ কমিটির সভাপতির মো. মোন্নাফ সরকারের সাথে মুঠোফোনে কথা তিনি ভুরিভোজ আয়োজন ও হিন্দু সার্ভেয়ার রাখবার কথাটি স্বীকার করেন।পার্শ্ববর্তী প্লট মালিক ডা: মুশফিক বলেন, মাপজোগকে প্রভাবিত করতে ভুঁড়িভোজ, আমীন সিন্ডিকেট , মসজিদে চলাচলের রাস্তা বন্ধ করা, ভয়ভীতি প্রদর্শন, মিথ্যা প্রচারনা সহ অনেক কূটকৌশল অবলম্বন করেছে কমিটির কিছু লোক।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।