সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির চেষ্টা চালিয়েছে মুখোশধারী সশস্ত্র একদল ডাকাত। গ্রীল কেটে ঘরের বারান্দায় প্রবেশ করে তারা। ভেতরের তালা ভেঙ্গে উন্মুক্ত করে রাখে মূল গেট।
এসময় শব্দ পেয়ে বাড়ির লোকজন জেগে রুমের আলো জ্বালালে পালিয়ে যায় তারা।রবিবার (৩ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ৩টায় উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামের কাতার প্রবাসী বিলাল আহমদের বাড়িতে এ ঘটনা ঘটে। বাড়ির সিসিটিভি ফুটেজে দেখা যায়, বসতঘরের বেলকনির দিকে গ্রীলের চারটি রড় কেটে বারান্দায় প্রবেশ করছে মুখোশধারী হাফপ্যান্ট পরিহিত ডাকাত দলের ৪-৫ সদস্য। তাদের প্রত্যেকের হাতেই দেশীয় অস্ত্র।
কারো হাতে আবার আগ্নেয়াস্ত্রও। ভেতরে প্রবেশ করে তালা ভেঙ্গে খুলে রাখে গেট। একটু পরেই আবার দ্রুত বারান্দা থেকে বাহিরে চলে যেতে দেখা যায় তাদের। বিলালের ভাই দুলাল আহমদ জানান, ‘রাত ৩টা থেকে সাড়ে তিনটার ভেতরে অস্ত্রধারী ডাকাতেরা আমাদের বাড়িতে প্রবেশ করে। গ্রীল কেটে ঘরের বারান্দা পর্যন্ত যায় তারা।
এসময় আমার ভাবী পাশের রুম থেকে ফোন করে জানান কারা নাকি গেট খুলছে। তখন আমি জেগে আলো জ্বালাই। বাহিরে বের হয়ে কিছু দেখতে না পেয়ে ফের ঘুমিয়ে পড়ি। পরদিন দুপুর ১২টায় হঠাৎ আমাদের নজরে পড়ে গ্রীল কাটার বিষয়টি। তখনই সিসিটিভি চেক করে দেখি। নির্ঘাত ডাকাতির হাত থেকে রক্ষা পেয়েছি আমরা।
এ বিষয়ে কথা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া বলেন, ‘বিষয়টি আমি জেনে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। গৃহকর্তা অভিযোগ দিলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। কেউ অভিযোগ না করলেও আমরা নিজেদের মতো করে ঘটনার বিস্তারিত খুঁজে বের করব।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।