ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

কালিহাতীতে সাংবাদিক মনির হোসেনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

50
টাংগাইল প্রতিনিধিঃ
নভেম্বর ৬, ২০২৪ ১:৪৯ অপরাহ্ণ
Link Copied!

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় এক ব্যক্তির কাছ থেকে চাঁদা দাবির ঘটনায় একজন সাংবাদিকসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন কুষ্টিয়া গ্রামের জুরান আলী খান।

তার অভিযোগ,(০৪/১০/২০২৪ ইং)শুক্রবার সকালে তার বাড়িতে ঢুকে তাকে পিস্তল ও ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদা দাবি করা হয়। মামলায় প্রধান আসামি করা হয়েছে রায়হান (২৫) নামের এক যুবককে, যিনি স্থানীয় বাসিন্দা। অভিযোগে রয়েছেন কালিহাতীর ঝাটিবাড়ি গ্রামের বাসিন্দা ও সাংবাদিক মনির হোসেন (৩০)।

জুরান আলীর দাবি, মনির হোসেন তার পেশাগত পরিচয়কে অপব্যবহার করে স্থানীয় প্রশাসনের নাম ভাঙিয়ে ভয় দেখান। আরও অভিযোগ, মনির নিয়মিতভাবে কালিহাতী থানার পুলিশ সদস্যদের সঙ্গে সম্পর্ক কাজে লাগিয়ে সাধারণ মানুষকে হয়রানি করেন। স্থানীয়দের দাবি, সাংবাদিকতার সেবায় নিয়োজিত থাকার পরিবর্তে মনির প্রভাব খাটিয়ে নিজের স্বার্থ হাসিল করেন এবং নীরহ মানুষদের হয়রানির সুযোগ খোঁজেন।

জুরান আলী উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে মনির হোসেন এবং তার সহযোগীরা তাকে মানসিকভাবে নির্যাতন করে আসছিলেন। তিনি আরও জানান, এই তিনজনের পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকজনও এই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। নিরুপায় হয়ে তিনি সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

এমন চাঁদাবাজির অভিযোগে একজন সাংবাদিকের নাম আসায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।