খুলনার পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের চেয়ারম্যান কর্তৃক ভালো ইটের রাস্তায় নতুন করে প্রায় ৫লাখ টাকা বরাদ্ধ চেয়ে আবেদন করায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জানাগেছে, রাড়ুলী ইউনিয়নের বাঁকা বাজারের মহিবুল্লাহ ডাক্তারের বাড়ি থেকে ওয়াজেদ গাজীর বাড়ি পর্যন্ত অর্ধ কিলোমিটার ইটের সলিং রাস্তা থাকার সর্থেও নতুন করে ৪লাখ ৯৫ হাজার টাকা বরাদ্ধ চেয়ে উপজেলা ইঞ্জিনিয়ার অফিসে আবেদন করেছেন রাড়ুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ। সেকারনে এলাকায় মিশ্র প্রতিক্রা দেখা দিয়েছে।
সরেজমিনে গেলে স্থানীয়রা জানান, রাস্তার ইট ভালো আছে।তবে দুই যায়গায় কয়েকটি ইট উঠে গেছে সেটা মেরামত করলে হবে। যে সব এলাকায় মাটির রাস্তা আছে সেখানে নতুন ইটের রাস্তা তৈরি হলে জনগন উপকৃত হবে। উপজেলা ইঞ্জিনিয়ার অফিসের কর্যসহকারী (দায়িত্বপ্রাপ্ত) কপিলউদ্দিন জানান, ইউনিয়ন চেয়ারম্যানের নিকট থেকে আবেদন পেয়েছি।
রাস্তাটি সরেজমিনে পরিদর্শন করে যতটুকু প্রয়োজন সেঅনুপতে বরাদ্ধ দেয়া হবে। বাকি অর্থ জনগুরুত্বপূর্ণ অন্য কোন রাস্তায় দেয়া হবে। রাড়ুলী ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ জানান, উক্ত রাস্তায় বেশ কিছু স্থানে ইট উঠেগেছে। সেটা মেরামত করা ও দুটি ছোট কালবার্ট তৈরির জন্য বরাদ্ধ চাওয়া হয়েছে। যদি বরাদ্দ আসে সেভাবে কাজ করা হবে।