মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নের ০৫নং ওয়ার্ডের ভবানীগঞ্জ বাজারের মরহুম আব্দুল রউফ রোড(গোদাম রোড) জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় গোদাম রোড সোমবার ১১ নভেম্বর সরেজমিনে গিয়ে জানা যায় ভবানীগঞ্জ বাজারের গোদাম রোডের বাসিন্দা আছমত আলী, রহিম আহমেদ, আবুল মিয়া, মাসুক মেম্বার, সেলিম মিয়া বদরুল ইসলাম, দ্বীপক চৌহান, সামসু মিয়া, রকিব আলীসহ একাধিক ব্যক্তিরা বলেন বিগত দুইযুগ পূর্বে ইট সলিং করা হয়ে ছিলো এই রাস্তা।
কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হল যে, দীর্ঘদিন হওয়ার কারণে ইটগুলো সরে বড় বড় ক্ষত হয়েছে যা জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। উক্ত রাস্তার পার্শ্বে সরু ড্রেন ছিল যা পানি নিষ্কাশনের জন্য যথেষ্ট নয় এবং ড্রেনটি বিভিন্ন জায়গায় ভেঙ্গে পড়ে ময়লা আবর্জনা বাধা সৃষ্টি করে দুর্গন্ধ ও রোগজীবানু ছড়াচ্ছে।
উক্ত ড্রেনটির পার্শ্বে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় ও স্থানীয় বাসিন্দাগণ বসবাস করছে। দুর্গন্ধ ও গর্তের কারণে স্কুলের কমলমতি হাজারো শিক্ষার্থী ও এলাকাবাসী চলাচলে নানা রকম অসুবিধা হচ্ছে।
ভবানীগঞ্জ বাজার চৌমুহনীতে বৃষ্টি পড়লেই পানি জমে যায়। যার ফলে ভবানীগঞ্জ বাজারের চৌমুহনী হইতে জনসাধারণের চলাচল করতে ভোগান্তি পোহাতে হয়। ভবানীগঞ্জ বাজার চৌমুহনী জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে গোদাম রোড হয়ে জুড়ী নদী পর্যন্ত ড্রেন নির্মাণ করলে ভবানীগঞ্জ বাজারের বৃষ্টির পানি জমে জনসাধারণের চলাচলের জন্য যে সমস্যা সৃষ্টি হয় তাহা সমাধান হবে।
সুতরাং উক্ত জনগুরুত্বপূর্ণ রাস্তাটি ইটসলিং এর পরিবর্তে আর, সি, সি ঢালাই ও ভবানীগঞ্জ বাজার চৌমুহনী জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের গেইট থেকে জুড়ী নদী পর্যন্ত ড্রেন নির্মাণের দাবি জানান ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী। জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত ) প্রধান শিক্ষক হাফছা হাবিবা গণমাধ্যম কর্মীকে বলেন জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ময়লা থাকার কারণে ছাত্র-ছাত্রীরা যাতায়াত করতে অসুবিধা হয় ড্রেনের দুর্গন্ধের কারণে ক্লাস করা যায় না অফিস রুমে সামনে ও ক্লাসরুমের পিছনের ময়লা সংস্কার করার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জোরাল দাবি জানান।
পশ্চিম জুড়ী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন ভবানীগঞ্জ বাজার চৌমুহনী হইতে জুড়ী সরকারি মডেল উচ্চ বিদ্যালয় যে রাস্তাটি গিয়েছে সেটা দীর্ঘদিন আগে ইটসোলিং করা হয়েছিল কিন্তু বর্তমানে ইটসোলিং এর অবস্থা খুব খারাপ এই রাস্তা দিয়ে স্কুলের হাজারো ছাত্র-ছাত্রী সহ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করেন। আর সিসি ঢালাইসহ ড্রেন নির্মাণের জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের অতি দ্রুত রাস্তা ও ড্রেন মেরামত করার জন্য জোর দাবি জানান।