সদ্য ঘোষিত বানারীপাড়া প্রেসক্লাবের আংশিক কমিটি ও বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটি কমিটি বিলুপ্তি ঘোষণা করা হয়েছে।
বরিশাল জেলার বানারীপাড়া উপজেলায় গত ১০ নভেম্বর সাংবাদিকদের মতামত উপেক্ষা করে অগণতান্ত্রিক পন্থায় বানারীপাড়া ক্লাবের একাংশের মতামতের ভিত্তিতে আংশিক কমিটি ঘোষণা করা হয়। পাশাপাশি ওইদিনই সাংবাদিকদের সাথে কোন ধরনের আলাপ-আলোচনা ছাড়াই বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি ঘোষণা করা হয়। এ নিয়ে সাংবাদিকদের মধ্যে অসন্তোষ ও বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
যার প্রেক্ষিতে সাংবাদিকতায় সুস্থ ধারা ফিরিয়ে আনতে উদ্যোগী মহল যথাযথ সঠিক ও গণতান্ত্রিক পন্থায় প্রেসক্লাব গঠনের জন্য অগনতান্ত্রিক ভাবে গঠিত একাংশের কমিটি ও বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি বিলুপ্তি ঘোষনা করে এবং সম্পূর্ন গনতান্ত্রিক ভাবে বানারীপাড়া প্রেস ক্লাব ও বানারীপাড়া রিপোর্টার্স ইউনিটির কমিটি গঠন করা হবে বলে জানায়। বিলুপ্তি পত্রে উল্লেখ থাকে যে ১৪ নভেম্বর থেকে বিলুপ্ত কমিটির কোন পদ পদবী কেউ ব্যবহার করতে পারবে না।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।