ঢাকাশনিবার , ৭ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

জামালপুরের নুরুন্দিতে জমি সংক্রান্ত বিরোধে নিহত ১

50
নিপুন জাকারিয়া, জামালপুর প্রতিনিধি :- 
ডিসেম্বর ৭, ২০২৪ ৮:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

জামালপুর সদর উপজেলার নরুন্দি ইউনিয়নের শ্রীবাড়ী দক্ষিণ পাড়া গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে মুন্তাজ আলী (৫০) নামের একজন নিহত হয়েছে।৬ ডিসেম্বর শুক্রবার দুপুরে এ ঘটনাটি ঘটে।

নিহত মুন্তাজ আলী ওই গ্রামের যোনাব আলীর ছেলে।

জানা গেছে, শুক্রবার দুপুরে নিহতের শশুর শামছুল ও তার জামাতা মুন্তাছ বৌর মৌসুমের চারা রৌপন করতে, জমি তৈরি করার সময়, পাশ্ববর্তী আক্তার ও জাহাঙ্গীর গংরা জুম্মা নামাজ চলা কালিন সময়, বাঁশের লাঠি দিয়ে পিছন থেকে এলোপাথাড়ি মাথায় আঘাত করলে, মাটিতে লুটিয়ে পড়েন মুন্তাজ আলী । পরে তাকে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করলে, কর্তব্যরত চিকিৎসকরা মুন্তাজ আলীকে তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানায়, যাতায়াতে রাস্তার জন্য জমি দরকার প্রতিবেশী আক্তার গংদের। সেই জমির জন্য কয়েকবার সামাজিকভাবে বসে আলোচনাও করা হয়। কিন্তু সেই আলোচনা সমাধান আসেনি। পরবর্তীতে মুন্তাজ আলী শুক্রবার দুপুরে তাদের নিজ জমি চাষ আবাদ করার সময় তার ওপর অতর্কিত হামলা চলাই প্রতিবেশী আক্তার গংরা।

স্থানীয়রা জানাই দীর্ঘদিন যাবৎ যাবত জমির বিষয় কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে রেষারেষি চলে আসছিল গত শুক্রবার মুন্তাজ আলী তার জমিতে চাষ করছিল এমন সময় তার উপর হামলা হয়। হামলার পরবর্তী সময় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে নেওয়া হলে সেখানকার কর্মরত চিকিৎসকরা মুন্তাজ আলী কে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার নরুন্দী তদন্ত কেন্দ্রের অফিসার ইনর্চাজ লুৎফর রহমান জানান, জমি সংক্রান্ত বিরোধে একজন নিহত হয়েছে। আমরা ঘটনা স্থল পরিদর্শন করে, প্রথমিক ভাবে চার জনকে আটক করেছি ।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।