তিলক রায় টুলু ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়েেকর তারাকান্দা উপজেলার গাছতলা নামক স্থানে একটি অজ্ঞাত ট্রাক ও সিএনজি মধ্যে সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ সিএনজির চারজন যাত্রী নিহত ও দুইজন যাত্রী আহত হয়েছে। আহত দুইজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের অবস্থাও আশংকা জনক বলে জানাযায়।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর সকাল সারে ৭ টার সময় তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে এ দূর্ঘটনাটি ঘটে।
নিহতরা হলেন নেত্রকোনা সদর উপজেলার বহাদুরপুর গ্রামের খুরশেদ মিয়ার ছেলে বিদ্যা মিয়া (৪২), একই গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী লাবনী আক্তার (১৮), নেত্রকোনা সাতপুরিকান্দা গ্রামের আঃ রাশিদ(৪৫) ও তার স্ত্রী স্ত্রী বকুল আক্তার (৩৮)।
তা নিশ্চিত করেন শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁিড়র আইসি সঞ্জয় চক্রবর্তী।
পুলিশ সুত্রে জানাযায় বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ থেকে ভাড়া করা একটি সিএনজি যোগে নেত্রকোনা যাবার পথে তারাকান্দা উপজেলার গাছতলা বাজারে সিএনজিটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক এর সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে, এতে সিএনজির দুই যাত্রী ঘটনাস্থলেই নিহত হয়। দূর্ঘটনার পর পর ট্রাকটি পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত চারজনকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে, পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় আরো দুই জন মারা যায়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৪ জন ।
শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক সঞ্জয় চক্রবর্তী জানান খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে এবং সিএএনজি টি জব্ধ করে । ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে তারাকান্দা থানায় সড়ক পরিবহন আইনে ৯৮/ ১০৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।