বগুড়ার নন্দীগ্রামে গত ২৬শে ডিসেম্বর দুপুর ১২টায় নন্দীগ্রাম উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ অফিস সংলগ্ন মাঠে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে ষাঁড়,বকনা ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়।
বিতরণ কালে উপস্থিত ছিলেন নন্দীগ্রাম উপজেলা সহকারী কমিশনার(ভূমি)রোহান সরকার, নন্দীগ্রাম প্রাণিসম্পদ অফিসার কল্পনা রানী রায়,উপজেলা সিনিয়র মৎস্য অফিসার আন্না রাণী দাস,নন্দীগ্রাম থানার এসআই মোঃ সিয়াম হাসান, নন্দীগ্রাম মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক প্রভাষক মোঃ জাকারিয়া লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রউফ উজ্জ্বল, প্রচার ও প্রকাশনা সম্পাদক সহকারী শিক্ষক মোঃ রুহুল আমিন রানা প্রমূখ।
উল্লেখ্য প্রান্তিক ক্ষুদ্র ও নৃ-গোষ্টীদের মাঝে ০১টি(এক) করে ৩৪টি বকনা এবং ৩৪টি ষাড় প্রদান করা হয়।