সবাই মিলে গড়বো দেশ দুর্নীতি মুক্ত বাংলাদেশ এই প্রতিপাদ্য কে সামনে রেখে বরুড়ায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষে র্যালি আলোচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
৯ই ডিসেম্বর উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার নু-এমং মারমা মং।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরুড়া থানা অফিসার ইনচার্জ কাজী নাজমুল হক, বরুড়া উপজেলা মুক্তি যোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল হক সর্দার, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি -ঝলম উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাসুদ মজুমদার, স্ট্যান্ডার্ড গ্রুপের কর্মকর্তা কামরুজ্জামান রিমন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক শাকিলা জামান এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিটির সদস্য মাষ্টার আবদুস সাত্তার,মহিদপুর ডাঃ রুহুল আমিন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ এয়াছিন মিয়া, বরুড়া উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ইকরামুল হক, বরুড়া থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুজন মজুমদার। এসময় উপস্থিত ছিলেন রক্তঋণ প্রবাসী ফোরাম ও গাজী ওয়াহিদুল ইসলাম ফাউন্ডেশন এর সভাপতি গাজী ওয়াহিদুল ইসলাম, বাঁচার ঠিকানা উন্নয়ন সংস্থাার চেয়ারম্যান স্বপন মজুমদার, উপজলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি ও কাদবা তলাগ্রাম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রুজিনা খন্দকার, নির্বাহী সদস্য আবদুল মমিন সওদাগর, মোঃ শরীফ উদ্দিন।
এদিন দূর্নীতি দমন ও প্রতিরোধে করনীয় বিষয়ে বক্তব্য প্রতিযোগীতায় অংশগ্রহণে ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী হৃদয়, তলাগ্রূম ত চ লাহা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাসফিয়া, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী জুয়েল হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আনিছা ইবনাথ, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী শ্রেয়া মজুমদার, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব, মুকুন্দপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন, বরুড়া হাজী নোয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ফারাবী ভুঁইয়া, বরুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী উত্তরা নন্দী, ঝলম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী মীম ও জাহিদ। শেষে বিতর্ক প্রতিযোগিতায় অংশ গ্রহণ কারী ও বিজয়ী সকল শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠান শুরুতে বরুড়া থানা রোড থেকে দুর্নীতি প্রতিরোধে র্যালি অনুষ্ঠিত হয় এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক প্রতিনিধি, শিক্ষার্থী ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।