ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত

50
এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার
ডিসেম্বর ৯, ২০২৪ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা’ এই প্রতিপাদ্য নিয়ে নানা কর্মসুচির মধ্য দিয়ে শেরপুরে শ্রীবরদীতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে মানববন্ধন, র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

শ্রীবরদী উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে  উপজেলা পরিষদ চত্বর থেকে সকালে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়। পরে চৌরাস্তা মোড়ে অনুষ্ঠিত হয় দুর্নীতিবিরোধী মানববন্ধন।

দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ সোমেশ্বরীতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি একেএম রুহুল আমিন কালাম। উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুর রহিম দুলাল, উপজেলা জামায়াত ইসলামি বাংলাদেশের আমীর আজহারুল ইসলাম মিস্টার প্রমুখ ।

বক্তারা বলেন দুর্নীতির বিরুদ্ধে এদেশের ছাত্র-জনতা আন্দোলন গড়ে তুলে এবং সরকারের পতন ঘটে। তাই দুর্নীতি থেকে বেরিয়ে আসার এখনই উপযুক্ত সময়। সকল পর্যায়ের দুর্নীতিকে রুখতে নিজেদের সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে তরুণ প্রজন্ম যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে আমরা প্রত্যাশা করি আগামীর নতুন বাংলাদেশ হবে সকল দুর্নীতি থেকে মুক্ত।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশারফ হোসেন সাগরের সঞ্চালনায় এসময় শ্রীবরদী প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির অন্যতম সদস্য তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শ্রীবরদী মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসডি সোহেল রানা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ সভাপতি নিলুফা সুলতানা, হোসনে আরা মাহবুব, আতিয়া বেগম, ইউপি চেয়ারম্যান

এডভোকেট আব্দুর রউফ মিয়া সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, গণমাধ্যম কর্মী, ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।