ঢাকাসোমবার , ৯ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বিশ্বনাথে চার নারী পেলেন জয়িতা পুরস্কার

Link Copied!

 

নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় সিলেটের বিশ্বনাথেও ‘আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস’ নানান আয়োজনের মধ্যদিয়ে পালিত হয়েছে।

সোমবার (৯ ডিসেম্বর) বিকেলে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি পালিত হয়।

অনুষ্ঠানে ‘জয়িতা অণ্বেষণে বাংলাদেশ’র অংশ হিসেবে উপজেলা পর্যায়ে চারটি ক্যাটাগরিতে জয়িতা নারীদের পুরস্কার প্রদান করা হয়।

বিশ্বনাথ উপজেলায় এবার ‘অর্থনৈতিকভাবে সফলতা অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন উপজেলার রামপাশা ইউনিয়নের জমসেরপুর (আমতৈল) গ্রামের ওদুদ মিয়া ও ছালাতুন বেগম দম্পতির কন্যা হাকিমা বেগম, ‘দুর্যোগের বিভীষিকা মুছে ঘুরে দাঁড়িয়ে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের নূরুল ইসলাম ও শাহেনা আক্তার দম্পত্তির কন্যা মোছা. রিমা বেগম, ‘সফল জননী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন লামাকাজী ইউনিয়নের মিরপুর গ্রামের আরশ আলীর স্ত্রী বিলকিছ বেগম এবং ‘সমাজ উন্নয়নে নারী’ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছেন দশঘর ইউনিয়নের রায়কেলী গ্রামের এখলাছুর রহমানের স্ত্রী হাসিনা বেগম।

উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। সভা শেষে চার নারীর হাতে জয়িতা পুরস্কারের স্মারক ও সাটির্ফিকেট তুলে দেন তিনি।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বদরুন নাহারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কনক চন্দ্র রায়, বিশ্বনাথ প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক প্রনঞ্জয় বৈদ্য অপু ও বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান।

সভায় নিজেদের জীবন সংগ্রামের গল্প শোনান এবারের জয়িতা পুরস্কারপ্রাপ্ত চার নারী।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।