যদি হই রক্তদাতা,জয় করব মানবতা।এই প্রতিপ্রাদ্যকে ধারণ করে কাজ করে যাচ্ছে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন।
গত এক বছর ধরে বিনামূল্যে রক্তদানসহ নানা ধরণের সামাজিক কর্মকান্ডে নিয়োজিত এই সংগঠনের কার্যক্রম,আরো গতিশীল করার লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মোঃ আনিসুজ্জামান (সাজু) কে সভাপতি,মোঃহাবিবুর রহমান (হাবিব) সহসভাপতি, মোঃ গোলাম রব্বানী সাধারণ সম্পাদক এবং মোঃ শামীম আহমেদকে সাংগাঠনিক সম্পাদক পদে দায়িত্ব দেওয়া হয়েছে।
৩৫ বিশিষ্ট এই কমিটির পাশাপাশি মোঃ মাহমুদুল হাসান (সিফাত) কে প্রধান উপদেষ্টা করে ১১ বিশিষ্ট উপদেষ্টা মন্ডলী অনুমোদন দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠার পর থেকে রংপুর ব্লাড ডোনার হেল্পিং ফাউন্ডেশন বিনামূল্যে রক্তদান সহ অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র ও খাবার বিতরণসহ নানা সামাজিক কর্মকান্ডে লিপ্ত ছিল যা ব্যাপকহারে রংপুর সাড়া ফেলেছিল।