দিনাজপুরের খানসামায় যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে উপজেলার আত্রাই নদীর পূর্বপাশে অবস্থিত শহীদ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদের সভাকক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) আশিক আহমেদের সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা রতন কুমার ঘোষের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ নজমূল হক, উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মঞ্জুরুল হক, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোখলেছুর রহমান, খানসামা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিল্লুর রহমানসহ আরো অনেকে।
এ সময় উপস্থিত ছিলেন বিভিন্ন বীর মুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ সাংবাদিকগণ। ছবির ক্যাপশন: দিনাজপুরের খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা।