ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

শেরপুর জেলা পুলিশের উদ্যোগে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

50
খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক:
ডিসেম্বর ২৬, ২০২৪ ২:২২ অপরাহ্ণ
Link Copied!

শেরপুর জেলা পুলিশের আয়োজনে অফিসার-ফোর্স ও সিভিল স্টাফদের বিবিধ কল্যাণ সাধনে শেরপুর পুলিশ লাইন্সে এক বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর-২০২৪) বেলা ২.০০ ঘটিকায় পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম মহোদয়ের সভাপতিত্বে বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জ এর ডিআইজি ড. মোঃ আশরাফুর রহমান মহোদয়।

কল্যাণ সভার শুরুতে সম্মানিত ডিআইজি মহোদয়ের অনুমতিক্রমে জেলা পুলিশে কর্মরত সকল সদস্যদের বিবিধ কল্যাণ সাধনের লক্ষ্যে জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ বিভিন্ন সুবিধা-অসুবিধার কথা সম্মানিত ডিআইজি মহোদয়ের নিকট উত্থাপন করা হয়।

সম্মানিত রেঞ্জ ডিআইজি মহোদয় তাদের কথা মনযোগ সহকারে শোনেন ও সমস্যা-সমূহ সমাধান করার লক্ষ্যে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ ও গঠনমূলক আলোচনা করে সমস্যা সমাধানের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপস্থিত সকলকে জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান ও পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন শেরপুর জেলার সম্মানিত পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ মিজানুর রহমান ভূঁঞা, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) শাহ শিবলী সাদিক, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আবদুল করিম, সহকারী পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ দিদারুল ইসলাম,

সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) এস. এম. আসিফ আল হাসান-সহ সকল থানার অফিসার ইনচার্জ, ইন্সপেক্টর (তদন্ত)’গণ সহ জেলার সকল ফাঁড়ি, তদন্তকেন্দ্র, ট্রাফিক, কোর্ট ও থানা হতে আগত পুলিশ সদস্যগণ এবং সিভিল ষ্টাফগণ উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।