ঢাকাবৃহস্পতিবার , ২৬ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

নেত্রকোনায় গনমাধ্যম কর্মীদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন

50
খান সোহেল নেত্রকোনা প্রতিনিধি
ডিসেম্বর ২৬, ২০২৪ ১২:২২ অপরাহ্ণ
Link Copied!

গণমাধ্যমের স্বাধীনতা রক্ষা করো, ন্যায়বিচার প্রতিষ্ঠা করো” এ শ্লোগানকে প্রতিপাদ্য করে নেত্রকোনার সাংবাদিক সমাজের ব্যানারে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

তথ্য সংগ্রহকালে সাংবাদিক মুহাম্মদ শফিকুল ইসলাম (কুদ্দুস) ও রোমান হাসান এর উপর বালু চোরাকারবারি, দুস্কৃতিকারী ও সন্ত্রাসী আব্দুল আউয়াল, বজলুর রহমান এবং তার সহযোগীদের কর্তৃক বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচী পালিত হয়।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে নেত্রকোনা জেলা প্রেসক্লাবের সামনের সড়কে এই মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা প্রেসক্লাবে সদস্যসচিব ও বাংলাভিশন টিভি’র প্রতিনিধি এম কিবরিয়া চৌধুরী হেলিম, এনটিভি’র নিজস্ব প্রতিবেদক ভজন দাস, চ্যানেল আই এর প্রতিনিধি জাহিদ হাসান, এশিয়ান টিভির প্রতিনিধি মনির হোসেন, সাংবাদিক আলিফ ফকির ও ভুক্তভোগী শফিকুল ইসলাম কুদ্দুসের ছেলে ইমরান হাসান কাওছার প্রমুখ।

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর বিকেলে নেত্রকোনার কেন্দুয়ায় ছিলিমপুর রাস্তার মোড়ে বালুর ছবি ও ভিডিও ধারণ সময় দৈনিক ভোরের আকাশ পত্রিকার জেআ প্রতিনিধি শফিকুল ইসলাম কদ্দুসের উপর বর্বরোচিত হামলা দুস্কৃতিকারী ও সন্ত্রাসীরা। এতে গণমাধ্যম কর্মী শফিকুল ইসলাম কুদ্দুস গুরুতর আহত হন। তার শরীরের দুটি হাড় ভেঙে গেছে। বর্তমানে তিনি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার অবস্থা আশঙ্কজনক বলে জানায় ভুক্তভোগীর ছেলে ইমরান হাসান কাওছার।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।