কৃষিই সমৃদ্ধি এচেতনাকে সামনে রেখে অনাবদি পতিত জমি ও বাড়ির আঙিনায় পারিবারিক পুষ্টি প্রকল্পের আওতায় বসত বাড়িতে নিরাপদ সবজি উৎপাদনের লক্ষ্যে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সোমবার দুপুরে পৌর এলাকাসহ দুটি ইউনিয়নের প্রান্তিক কৃষক পরিবারের মাঝে কৃষ্ণ উপকরণ বিতরণ করেছে। বিভিন্ন প্রজাতের ৬টি চারা, জৈব সার (ভারমি কমপোজ সার) ৪০কেজি , নেট জাল,ও
সাইনবোর্ড, বীজ পাত্র ও ২৮ প্রকার সবজী বীজ বিতরণ করেছে বিনামূল্যে। ভাঙ্গা উপজেলা কৃষি অফিস সূত্র জানায় বাড়ির আঙিনায় পুষ্টি সবজির চাষ করতে কৃষক পরিবারের মাঝে উদ্বুদ্ধকরণে সরকারের পক্ষ থেকে এ সকল কৃষি উপকরণ মোট ১০৩৫ জনকে বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা কৃষি অফিসার মোল্লা আল মামুন। উপসহকারী কৃষি অফিসার মো. বেলায়েত হোসেন, সালাউদ্দিন আহমেদ, ইমরান হোসেন শেখ রাব্বি, শাফিনুর হাসান, আবদুল হক আকন, শান্তনা রহমান, খন্দকার ওমর ফারুক ও জুয়েল রানা প্রমূখ।