ঢাকাসোমবার , ৩০ ডিসেম্বর ২০২৪
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন

কোনাবাড়ী কেয়া গ্রুপ কোম্পানির শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ

50
সিনিয়ার রিপোর্টার ফরহাদ খান
ডিসেম্বর ৩০, ২০২৪ ৪:১০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরে কোনাবাড়ী কেয়া গ্রুপ কোম্পানির শ্রমিকরা রাস্তায় নেমে মহাসড়ক অবরোধ করে।

এ সময় সাংবাদিক ভিডিও করতে গেলে বাধা দিয়ে শ্রমিকরা বলে, কোনভাবেই ভিডিও করতে দেব না ছবি উঠাইতে দেবো না, পরে সাংবাদিক শ্রমিকদেরকে প্রশ্ন করলে আপনারা কেন ছবি উঠাইতে দিবেন না ভিডিও করতে দেবেন না, শ্রমিকরা বলে আগে আমাদের ১০ দফা দাবি আদায় তারপরে আপনারা ছবি নিবেন এবং ভিডিও নিবেন, পরে সাংবাদিক বলে আমরা যদি আপনাদের এই অবরোধ প্রচারি করতে না পারি তাহলে আপনাদের দাবি কিভাবে আদায় হবে। পরে সাংবাদিক ২ ঘন্টা অবস্থান করার পর শ্রমিকরা ভিডিও করতে দেয়, ছবি নিতে দেয়।

এসময় পুলিশকৃতপক্ষ চলে আসে পুলিশ আসার পর কোনভাবেই পুলিশ শ্রমিকদেরকে নিয়ন্ত্রণ করতে পারেনি। অনেক পুলিশ দূর থেকে দাঁড়িয়ে দেখতেছে কিন্তু পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা শ্রমিকদের সাথে যেয়ে কথা বলেন।এ সময় সাথে সাথে সেনাবাহিনীর ঊর্ধতন কর্মকর্তা মহাসড়কে অবস্থান করায় পাঁচ মিনিটের জন্য রাস্তা ছেড়ে দেওয়া হয়, ৫ মিনিট পরে আবার রাস্তায় শ্রমিক রা অবস্থান করে বসে পড়ে।

নভেম্বর মাসের বেতন ভাতার দাবিতে রাস্তায় নেমে বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত শ্রমিকরা মহাসড়কে অবস্থান করে বসে থাকে।

শ্রমিকদের দাবি আমাদের মালিক কৃতপক্ষ নিজে এসে আমাদেরকে বলবে যে তোমাদের বেতন ভাতা সমস্ত কিছু ক্লিয়ার করে দিয়ে দেব। এরপরে আমরা যার যার বাসায় অবস্থান করব তা না হলে কোনভাবে আমরা রাস্তা থেকে যাব না, প্রয়োজন হলে আমরা শ্রমিক যারা আছি এখানেই খাওয়া-দাওয়ার ব্যবস্থা করব এবং সারারাত এখানে আমরা আমাদের ১০ দফা দাবি না মানলে এখানে অবস্থান করে বসে থাকবো, পরে বিকেল অনুমান ৬ টার দিকে এক গ্রুপ সেনাবাহিনী চলে আসে।

আসার পরে সেনাবাহিনী শ্রমিকদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, পরে সেনাবাহিনীদের সাথে পুলিশের সাথে শ্রমিকদের সাথে আলোচনা হয় আলোচনা হওয়ার পর পরিবেশ পরিস্থিতি রাত আটটার দিকে স্বাভাবিক পর্যায় চলে আসে। তারপর রাস্তার যান চলাচল স্বাভাবিক হয়।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।