টাঙ্গাইলের ধনবাড়ীতে “নেই পাশে কেউ যার সমাজসেবা আছে তার ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্য দিয়ে জাতীয় সমাজসেবা দিবস -২০২৫ উদযাপন করা হয়েছে ।
ধনবাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয় ও স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের আয়োজনে বৃহস্পতিবার (০২ জানুয়ারী ২০২৫) সকালে ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য ওয়াকাথন, মুক্ত আড্ডা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই দিবস পালন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ।
সকাল দশটায় ধনবাড়ী উপজেলা পরিষদ প্রাঙ্গনে বর্ণাঢ্য ওয়াকাথন ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে অনুষ্ঠিত হয় । এসময় ধনবাড়ী উপজেলা সহকারী কমিশনার ভূমি সায়েম ইমরান, ধনবাড়ী উপজেলা স্বাস্থ্য পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফাহমিদা লস্কর, ধনবাড়ী থানার অফিসার ইনচার্জ এস এম শহিদুল্লাহ, ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন, ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. বিপ্লব কুমার পাল, উপজেলার বিভিন্ন দপ্তরের অফিসার বৃন্দ, স্বেচ্ছাসেবী সংস্থাসমূহের প্রতিনিধিবৃন্দ, বিভিন্ন এতিমখানার পরিচালক বৃন্দ, বিভিন্ন এনজিও কর্মকর্তা, ধনবাড়ী উপজেলা মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন মাহমুদ শক্তি, সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হাসান (সোহান) সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ । বর্ণাঢ্য ওয়াকাথনের পর উপজেলা হলরুমে মুক্ত আড্ডার আয়োজন করা হয় ।
ধনবাড়ী উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেনের সভাপতিত্বে সেখানে অংশগ্রহণকারী সকলেই সমাজসেবা উপলক্ষে যার যার অভিমত প্রকাশ করেন । উপজেলা সমাজসেবা অফিসার ইসমাইল হোসেন জানান,’ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে সারাদেশে মোট ৫৪ টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি বাস্তবায়িত হচ্ছে। ধনবাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয় সামাজিক নিরাপত্তা কর্মসূচির মাধ্যমে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থী উপবৃত্তি, অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা, অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি, হিজড়া জনগোষ্ঠীর বিশেষ ভাতা সহ অনুদান সংক্রান্ত এবং সুদ মুক্ত ক্ষুদ্রঋণ সংক্রান্ত সকল ধরনের সেবা দিয়ে যাচ্ছে ‘।
প্রধান অতিথি হিসেবে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু সাঈদ বলেন,’ বাংলাদেশের পিছিয়ে পড়া বা অনগ্রসর জনগোষ্ঠীর পাশে দাঁড়াতেই সরকার সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে প্রায় এক কোটি জনগণকে আর্থিক সহযোগিতা করে যাচ্ছে । বিশেষ একটি স্বার্থান্বেষী গোষ্ঠী অসৎ উদ্দেশ্য সমাজসেবার উপকারভোগীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছে। বিভিন্ন ভাতার কার্ড পাইয়ে দেওয়ার কথা বলে তারা অসহায় জনগোষ্ঠীর কাছ থেকে টাকা নিচ্ছে ।
এ ব্যাপারে ধনবাড়ীর সাংবাদিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে আপনারা এ ব্যাপারে অনুসন্ধানী প্রতিবেদনের মাধ্যমে সঠিক চিত্র তুলে ধরে অসৎ ব্যক্তিদের মুখোশ খুলে দিন । সমাজের মান উন্নয়নে সমাজসেবা কার্যালয়ের পাশাপাশি আমাদের সকলের এগিয়ে আসতে হবে , তবেই আমরা একটি সুস্থ সুন্দর সমাজ আগামী প্রজন্মের জন্য গড়ে তুলতে পারবো ‘ । ধনবাড়ী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পরবর্তীতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয় ।