রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পার্কের মোড় হতে পিস্তল সহ ২ তরুণ ও ২ তরুণীকে আটক করেছে তাজহাট থানা পুলিশ।
সোমবার (৩০শে ডিসেম্বর) রাতে ১১ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাজহাট থানা পুলিশ তদের একটি প্রাইভেট কার সহ আটক করে পরে থানায় জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়।
পুলিশ সুত্রে জানা গেছে, দুই তরুণীর এক জনের নাম তাসনিম স্বর্গ তার বাসা ধাপ কটকিপাড়া ও আর একজন লালমনিরহাট হাতীবান্ধা থানার সাদিয়া তার বর্তমান ঠিকানা রংপুর কলেজপাড়া।
তরুণদ্বয় হারুনউর রশিদ মেহেদি পিতাঃ আতাউর রহমান ঠিকানা সুন্দরগঞ্জ গাইবান্ধা ও একই এলাকার কাওসার আহমেদ পিতা সোলায়মান আলী।
তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ্ আলম সরকার জানান, পিস্তলটি আসল না নকল তা আমরা খতিয়ে দেখছি তার সাথে এই তরুণদ্বয় অন্যকোন অপরাধের সাথে সম্পৃক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।