ঝিকরগাছা থানাধীন পানিসারা ইউনিয়ন রঘুনাথ নগর বাবর আলী সরদার বিশেষ প্রতিবন্ধী বিদ্যালয়।world unique human rights foundation এর পক্ষ থেকে পাঁচ শতাধিক লোকের নারী,শিশু,বৃদ্ধ,বয়স্ক প্রতিবন্ধীদের শীতবস্ত্র কম্বল,জ্যাকেট ও সাদা ছড়ি বিতরণে, উক্ত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব,দিলশান,ঢাকা থেকে আগত,জেলা পরিষদের উপাসচিব, জনাব আসাদুজ্জামান খান,জনাব,বাবলুর রহমান খান অফিসার ইনচার্জ ঝিকরগাছা থান,কেন্দ্রীয় যুবদলের সেক্রেটারি,জনাব লিটন ,প্রতিষ্ঠানের সভাপতি: আব্দুল আলিম,প্রধান শিক্ষক,মহিতুর রহমান ও এলাকার গণ্যমান্য ও রাজনৈতিক ব্যক্তিবর্গ গন,উক্ত কম্বল বিতরণ অনুষ্ঠানে শরিক হন।
এই প্রতিষ্ঠানে ৪০ জন ছাত্র-ছাত্রী নিয়ে নিয়ে স্কুল টি পরিচালনা করে অত্র বিদ্যালয় শিক্ষক শিক্ষিকা গন তাদের নিজ অর্থ দিয়ে ২০২৪ সাল থেকে স্কুল টি পরিচালনা করে আসছে। তাদের অনেক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি আজ এই পর্যন্ত এসে পৌঁছেছে । প্রতিষ্ঠানটি সেক্রেটারি আলমগীর হোসেন সার্বিকভাবে সহযোগিতা করে থাকেন তারই প্রচেষ্টায় আজ প্রায় ৫০০ বেশি কম্বল সহ ১০০ পিচ জেকেট ও সদা সড়ি বিতরণ করেন ।
প্রায় ১২টা ইউনিয়নের দৃষ্টি প্রতিবন্ধী ছেলে মেয়েরা এখানে পড়াশোনা করে। দেশ নায়ক তারেক জিয়া খালাতো ভাই দিলশান একজন জনদরদী তিনি প্রতিশ্রুতি দেন আগামীতে প্রতিবন্ধীদের জন্য সব ধরনের সাহায্য সহযোগিতা করবেন এবং স্কুল ভবন পাঁচ তলা বিশিষ্ট ফাউন্ডেশন করে দিবেন সেই সাথে দৃষ্টি প্রতিবন্ধী থাকার জন্য হোস্টেল নির্মাণ করবেন বলে জানান ।
এছাড়াও আগামী তে প্রতিষ্ঠানটিতে আর্থিক ভাবে সাহায্য সহযোগিতা করবেন যাতে প্রতিবন্ধী শিক্ষার্থীরা ভালো এবং উন্নতমানের শিক্ষা ব্যবস্থা গ্রহণ করতে পারে।এ ছাড়াও যে সব প্রতিবন্ধীরা চলাফেরা করতে পারে না তাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করে দিবেন বলে জানান।