বগুড়ার নন্দীগ্রাম পৌরসভাধীন ২নং ওয়ার্ড ওমররপুর হাটের পার্শ্বে সরকারী কেন্দ্রীয় কবরস্থানের নিকটে জবাইকৃত গরু/খাসি/পোল্ট্রি মুরগীর বর্জ্যের ভাগার অবস্থিত।
উক্ত স্থানে বর্জ্যের ভাগার হওয়ার কারণে সাপ্তাহিক (শুক্রবার) হাট চলাকালীন সময়ে কবরস্থানের সামনে জবাইকৃত পশুর বর্জ্য স্তূপ আকারে ফেলে রাখায় চরম দূর্গন্ধের সৃষ্টি করছে। যার ফলে কবর জিয়ারত করা তো দূরের কথা মৃত ব্যক্তিকে দাফন করাও কঠিন হয়ে পড়েছে। প্রচন্ড দূর্গন্ধের কারণে কবরস্থানসহ আশেপাশে অবস্থান করাই দুষ্কর হয়ে উঠেছে।
কবরস্থান পার্শ্ববর্তী দক্ষিণ বগুড়ার বৃহত্তম ওমরপুর আশরাফুল উলুম কওমী মাদরাসা অবস্থিত। গরু/খাসি/পোল্ট্রি মুরগী জবাইয়ের বর্জ্যের স্তূপের প্রচন্ড দূর্গন্ধের কারণে মাদরাসার ছাত্ররা পড়াশোনা করতে পারছেনা এবং তারা প্রতিনিয়তই বিভিন্ন জটিল ও কঠিন অসুখে অসুস্থ হয়ে পড়ছে। তাই এলাকাবাসী উক্ত বর্জ্যের ভাগারটি দ্রুত স্থানান্তর করে সেখানকার পরিবেশ স্বাভাবিক রাখার জোর দাবি জানিয়েছে।
যাতে করে ঐ এলাকার কোন ব্যক্তি মারা গেলে তাকে ওমরপুর কেন্দ্রীয় কবরস্থানে ভালোভাবে কবরস্থ করা যায়। এবিষয়ে ভুক্তভোগী এলাকাবাসী স্বাক্ষরিত একটি লিখিত আবেদন নন্দীগ্রাম পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর প্রদান করেছে।