ছেলে মোহাইমিন ইসলাম ফুয়াদ শারীরিকভাবে অসুস্থ। শরীরে হিমোগ্লোবিনের অভাব থাকায় প্রতিমাসে ঢাকায় গিয়ে তাকে রক্ত দিতে হয়। সে উদ্দেশ্যে বুধবার রাতে পরিবারের সবাই অ্যাম্বুলেন্স নিয়ে ঢাকার পথে রওনা হন। সাভারে পৌছালে অ্যাম্বুলেন্স ও বাসের সংঘর্ষে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চলন্ত দুই বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ।
এজন্য অ্যাম্বুলেন্সে থাকা পরিবারের চারজনই অগ্নিদগ্ধ হয়ে মারা গেছেন। নিহতরা টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার ভাবন দত্ত গ্রামের বাসিন্দা। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে বিষয়টি জানা যায়। এর আগে রাত ২টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউন এলাকায় ঢাকামুখী লেনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন, উপজেলার ভবন দত্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফারুক হোসেন (৫০), তার স্ত্রী মহসিনা আক্তার (৩৫), ছেলে মভাবে ইসলাম ফুয়াদ (১৫) ও শ্যালিকা সীমা আক্তার (৪০)। ভবন দত্ত উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোত্তালিব হোসেন জানান, নিহত মোহাইমিন ইসলাম ফুয়াদ আমার স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তার চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছিল পরিবারটি। পথিমধ্যে এ দুর্ঘটনা ঘটে।
এ দিকে একই পরিবারের ৪ জনের নিহত হওয়ার ঘটনায় শোকের মাতম বইছে এলাকায়। সাভার ফায়ার সার্ভিসের ওয়্যারহাউস ইনচার্জ মেহেরুল বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পুলিশ টাউনে ঢাকামুখী লেনে একটি অ্যাম্বুলেন্সের সঙ্গে একটি বাসের সংঘর্ষ হয়। এতে অ্যাম্বুলেন্সের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটলে পেছনে থাকা বাসে আগুন ধরে যায়। সে সময় ওই বাসের পেছনে থাকা আরও একটি বাসেও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় অ্যাম্বুলেন্স থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এছাড়া পুড়ে যাওয়া একটি বাসের লকারে অর্ধশতাধিক ছাগল পাওয়া গেছে। সবগুলো দগ্ধ হয়ে মারা গেছে। ছাগলগুলো রাজধানীতে নেওয়া হচ্ছিল।
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।