ঢাকাবৃহস্পতিবার , ৯ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

ভূমিদস্যুরা কেটে নিচ্ছে নদীর পাড়: কৃষকের কান্না আর থামছে না

50
 মোঃ আমিনুর ইসলাম স্টাফ রিপোর্টার
জানুয়ারি ৯, ২০২৫ ১২:৪০ অপরাহ্ণ
Link Copied!

মানিকগঞ্জের প্রধান নদ-নদীর মধ্যে কালিগঙ্গা অন্যতম, যার সৌন্দর্য রক্ষা করা স্থানীয় সরকারের মূল ভূমিকার একটি । সাম্প্রতিক কিছু অসাধু মাটি ব্যবসায়ীর নজর পড়েছে মানিকগঞ্জ সদর ভাড়ারিয়া ইউনিয়নের চর বালিরটেক অঞ্চলে । যেখানে নদীর পার সহ উপরে ফসলের ভূমি কেটে নষ্ট করা হচ্ছে উর্বর জায়গাকে ।

অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সরজমিনে গিয়ে দেখা যায়, ৬টি মাটি বহন করার গাড়ি ভ্যালচা দিয়ে মাটি কেটে দিয়ে গ্রামের মেঠো পথ ও ইটের সোলিং নতুন রাস্তা কে ধ্বংস করে বিভিন্ন জায়গায় মাটি বিক্রি করছে ।

এ বিষয়ে গাড়ি চালক কে জিজ্ঞাসা করলে তারা বলেন, এখানে তিনটি গাড়ি স্থানীয় বিএনপি নেতা ভাড়ারিয়া চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেন্টু ভাইয়ের । আরো যাদের গাড়ি আছে তারা হলো রাকিব, এরশাদ ও অনেকের ।

তথ্য নিয়ে জানা যায়, তারা দীর্ঘদিন যাবত এ ব্যবসা চালিয়ে যাচ্ছে ।

পাশের জমির মালিক নাম প্রকাশে অনিচ্ছুক তিনি বলেন, আমরা নিরহ মানুষ আমরা জমি চাষ-বাস করে খাই । জমি কাটার বিষয়ে তাদের সাথে কথা বলতে গেলে বাড়িতেই থাকতে পারবো না ।

এ বিষয়ে স্থানীয় ভূমি অফিসের নায়েব কে.এম. ফিরোজ কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, এমন কোন তথ্য এখনো আমার কাছে আসেনি । তথ্য যেহেতু পেয়েছি অতিসত্বর ব্যবস্থা গ্রহণ করব ।

এ বিষয়ে স্থানীয় ভাড়ারিয়া ইউ.পি. চেয়ারম্যান জনাব মোশারফ হোসেন কে জিজ্ঞাসাবাদ করলে তিনি বলেন, দীর্ঘদিন যাবত ভূমিদস্যদের এরকম তান্ডব দেখছি । এ বিষয়ে বারবার সতর্ক করেছি । কিন্তু ওরা কারো দোহাই মানছে না । অতি দ্রুত ওদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা করা দরকার ।

স্থানীয় সুশীল সমাজের দাবি, নদীর পাড়ের জমি দখল একটি জাতীয় সমস্যা। এই সমস্যা সমাধান না করলে দেশের খাদ্য উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে, দারিদ্র্য বৃদ্ধি পাবে এবং সামাজিক অস্থিরতা তৈরি হবে। সরকারকে অবিলম্বে এই সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।