বিএনপির সঙ্গে জামায়াতের কোনো বিরোধ নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।
তিনি বলেছেন, বিএনপির সঙ্গে কোনো দূরত্ব আছে বলেও মনে করে না জামায়াত।
আজ সোমবার দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াত কার্যালয়ে ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দো ডায়াস ফেরেসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
জামায়াতের নায়েবে আমির জানান, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে বাংলাদেশের সঙ্গে একযোগে কাজ করার কথা জানিয়েছেন ব্রাজিলের রাষ্ট্রদূত। তিনিও বাংলাদেশে বিনিয়োগ করতে ব্রাজিলের প্রতিও আহ্বান জানিয়েছেন।
বিএনপির সঙ্গে জামায়াতে ইসলামীর দূরত্ব আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে নায়েবে আমির বলেন, ‘বিএনপির সঙ্গে জামায়াতের বিরোধ নেই। জামায়াতে ইসলামী অনুভবও করে না যে বিএনপির সঙ্গে কোনো বিরোধিতা আছে।’
এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।