গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্প মন্ত্রণালয়ের অধীন “এসএমই ফাউন্ডেশন” এর উদ্যোগে এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন “জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি)’র আওতাধীন “বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র (জেইএসসি), রংপুর” কার্যালয়ের সার্বিক ব্যবস্থাপনায় অত্র কার্যালয়ের সভাকক্ষে (তাঁত প্রশিক্ষণ কেন্দ্র, ২য় তলা, জিএলরায় রোড, খাসবাগ, সাতমাথা, রংপুর সদর, রংপুর) গত ০৪/১২/২০২৪ থেকে ০৫/১২/২০২৪ ইং তারিখ পর্যন্ত “এসএমই ব্যবসা প্রসারে পণ্যের ডিজিটাল ফটোগ্রাফি ” বিষয়ের উপর ০২ (দুই) দিন ব্যাপী একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। উক্ত প্রশিক্ষণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন জনাব মোঃ রেজাউল করিম, সহকারী ব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন।
প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জনাব তরুন কর্মকার, ডকুমেন্টারি ফটোগ্রাফার। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মাদ দিদারুল হক, সেন্টার ইনচার্জ, বহুমুখী পাটশিল্প উদ্যোক্তা সেবাকেন্দ্র (জেইএসসি), রংপুর।
উক্ত প্রশিক্ষণ মোট ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করেন। মোঃ আল-আমিন, সিনিয়র রিপোর্টার, দৈনিক আমার সময়, রংপুর উক্ত প্রশিক্ষনে একজন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহন করে অদ্য ১৬/০১/২০২৫ ইং তারিখে জেইএসসি, রংপুর কার্যালয়ের ইনচার্জ জনাব মোহাম্মদ দিদারুল হক মহোদয়ের নিকট থেকে উক্ত প্রশিক্ষণের সনদপত্র গ্রহণ কর।
পর্যায়ে ক্রমে সকলে সার্টিফিকেট গ্রহণ করেন। সনদপত্র গ্রহণ কালে আরো উপস্থিত ছিলেন মিসেস লাইজুতুনে জান্নাত, স্বত্বাধিকারী, ঐশী হ্যান্ডিক্রাফ্টস, সহ অন্যান্য ব্যবসায়ী উদ্দোক্তাগন।