গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইতলী বটতলা এলাকাস্থ পাঠাবলী মন্দিরের বুড়িমা প্রতিমা ভাংচুরের ঘটনায় হিন্দুধর্মাবলম্বীদের মাঝে তীব্র ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টি হয়েছে।
স্থানীয় একাধিক সূত্র জানায়,গতকাল বুধবার সন্ধ্যায় পূজা শেষ করে পুরোহিত মন্দিরে তালা লাগিয়ে চলে যান। রাতে দুর্বৃত্তরা গেট টপকে মন্দিরে প্রবেশ করে প্রতিমা ভাংচুর করে।
মন্দিরের পুরোহিত সুকুমল চক্রবর্তী বলেন, আজ বৃহস্পতিবার ভোরে মন্দিরে এসে দেখি বুড়িমার প্রতিমা ভাঙা অবস্থায় পড়ে আছে। সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন, প্রশাসন ও থানা পুলিশকে জানাই।
সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহমেদ, ঘটনাস্থল পরিদর্শন কালে জানান,এমন ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি রিয়াদ মাহমুদ বলেন, আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
বাংলাদেশ হিন্দু পরিষদের গাজীপুর জেলা শাখার সাধারণ সম্পাদক এস পলাশ সরকার ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে বলেন, ধর্মীয় সম্প্রীতির এই ধরনের ঘটনা সমাজের শান্তি বিনষ্ট করতে পারে। তিনি প্রশাসনের কাছে দ্রুত কার্যকরী পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।