টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ০৫ নং ধোপাখালী ইউনিয়নে বৃহস্পতিবার (১৬ জানুয়ারী)বিকেলে ধোপাখালী উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ০৩ মাস ব্যাপী ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার ০৫ নং ধোপাখালী ইউনিয়নের শত শত কৃষক কৃষাণির অংশগ্রহণে উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন ধনবাড়ী উপজেলা কৃষকদলের আহ্বায়ক মোঃ আঃ মান্নান ফকির ।
ধনবাড়ী উপজেলা কৃষকদলের সদস্য সচিব মোঃ হোসেন আলীর সঞ্চালনায় কৃষক সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ০৫ নং ধোপাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং ধনবাড়ী উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য কামাল হোসেন তালুকদার মিন্টু, ধনবাড়ী উপজেলা বিএনপির সম্মানিত সহ-সভাপতি হাফেজ খায়রুল ইসলাম মুন্সি, সিনিয়র সহ-সভাপতি হাফিজুর রহমান বিএসসি, সহ-সভাপতি খন্দকার আবু সাঈদ সুরুজ ডাক্তার, সহ-সভাপতি এমএ মাজেদ বাদল,যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মহব্বত, ধোপাখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, ধনবাড়ী উপজেলা কৃষকদলের যুগ্ম আহ্বায়ক কৃষিবিদ তারিক , আবুল হোসেন এবং কাবেল হোসেন।
কৃষক সমাবেশের আয়োজন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাবেক যুবনেতা এস এম হুমায়ূন কবীর এবং বেলায়েত হোসেন মিলিটারি ।