ঢাকাবৃহস্পতিবার , ১৬ জানুয়ারি ২০২৫
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. আলোচনা সভা
  13. ইতিহাস ও ঐতিহাসিক
  14. ইসলাম
  15. ইসলামী জীবন
আজকের সর্বশেষ সবখবর

বাউফলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

50
এম,সাইদুর রহমান- ক্রাইম রিপোর্টার:
জানুয়ারি ১৬, ২০২৫ ১:২৩ অপরাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর বাউফলে কালিশুরী বন্দর বাজারে খালের উপর সরকারি জায়গায় অবৈধভাবে আওয়ামী লীগের অফিস সহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদের কাজ হাতে নিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) জেলা প্রশাসনের নির্দেশে এবং উপজেলা সহকারী কমিশনার (ভুমি) প্রতীক কুমার কুন্ড এর নেতৃত্ব সকাল সাড়ে দশটার দিকে উপজেলার কালিশুরী বন্দর বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। বাউফল থানা পুলিশ সদস্যের একটি বিশেষ টিম,কালিশুরী ভুমি অফিস,স্থানীয় প্রশাসন এ অভিযানে সার্বিক সহোযোগিতায় ছিলেন।

এর আগেও সৌন্দর্য ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে একাধিকবার নোটিশ করে অবৈধ স্থাপনা সরিয়ে নিতে বলা হয় প্রশাসনের পক্ষ থেকে। কিন্তু, আওয়ামী সরকারের প্রতিনিধি ও স্থানীয় দলীয় নেতা-কর্মীরা ক্ষমতার সিন্ডিকেটে তখন প্রশাসন অভিযান পরিচালনা করতে পারেনি।

উপজেলা সহকারী কমিশনার ভুমি প্রতীক কুমার কুন্ড বলেন, ‘ সরকারি জায়গা দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করেছিলো দখলদাররা। তাদের এসব স্থাপনা সরিয়ে নিতে সময় বেঁধে দেয়া হলেও তা সরিয়ে নেয়নি। পরে জেলা প্রশাসকের নির্দেশে উচ্ছেদ করা হচ্ছে।সরকারের জায়গায় বাকি স্থাপনাগুলো মামলা করে পরবর্তী নির্দেশনা চেয়ে উচ্ছেদ করা হবে। সরকারের জায়গায় অবৈধভাবে স্থাপনা রাখার কোন সুযোগ নেই।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।