জামালপুরে আশেক মাহমুদ কলেজ অডিটরিয়ামে জুলাই বিপ্লবের প্রেক্ষাপট ও ফ্যাসিবাদ বিরোধী এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারী-২০২৫) বেলা ১১:০০টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম-সেবা, পুলিশ সুপার, জামালপুর, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আফসানা তাসলিম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি),জামালপুর, মোঃ রেজাউল করিম, সম্পাদক, শিক্ষক সংসদ, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর মোঃ হারুন অর রশিদ(অধ্যক্ষ), সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর, সঞ্চালক হিসেবে ছিলেন ড.সাকিলা শিরীন, সহযোগী অধ্যাপক, বাংলা, সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর।
সভার শুরুতে কোরআন থেকে তেলওয়াত এবং গীতা পাঠের মধ্য দিয়ে সভায় উপস্থিত সকলেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জামালপুর জেলার সকল শহীদের স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।
পরে সরকারি আশেক মাহমুদ কলেজের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপ্লবী শিক্ষার্থী,অতিথিবৃন্দ জুলাই বিপ্লবের প্রেক্ষাপট এবং ফ্যাসিবাদের বিরোদ্ধে বলিষ্ঠ নেতৃত্ব প্রদান করে।
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই।” এই প্রতিপাদ্যে তারুণ্যনির্ভর উন্নত, সমৃদ্ধ, বৈষম্যহীন ও জবাবদিহিতামূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সকলকে ঐক্যবদ্ধভাবে দেশ মাতৃকার সেবায় কাজ করতে হবে।
উক্ত ফ্যাসিবাদ বিরোধী আলোচনা সভায় জামালপুর জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবারের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।