স্টাফ রিপোর্টার :-
বরিশালের বানারীপাড়া উপজেলার ইলুহার বিহারীলাল একাডেমিতে চাকরি না পেয়ে প্রধান শিক্ষককে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে সন্ত্রাসী পিতা- পুত্র।
১৩ নভেম্বর রবিবার সকালে স্কুলে যাবার সময় একই এলাকার সন্ত্রাসী চান্দু আকন এবং তার ছেলেসহ অজ্ঞাতনামা কয়েকজন মিলে তার পথরোধ করে আতর্কিত হামলা চালায়। এতেও সন্ত্রাসীরা ক্ষ্যান্ত হয়নি, ঘরের ভিতরে আটকে রেখে নানাভাব নির্যাতনও চালায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। খবর পেয়ে এলাকাবাসি এবং স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য বানারীপাড়া হাসপাতালে নিয়ে আসে।
এরপর উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনায় বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক সুধাংশু কুমার মন্ডল বাদী হয়ে ওইদিন রাতে উপজেলার ইলুহার গ্রামের চান্দু আকন ও তার ছেলে সজিব আকনকে আসামী করে বানারীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
জানা গেছে,উপজেলার ইলুহার ইউনিয়নের ইলুহার বিহারী লাল একাডেমি স্কুলে গত শুক্রবার নৈশ প্রহরী পদে ইন্টারভিউ হয়। বরিশাল সদর গার্লস স্কুলে অনুষ্ঠিত ওই পদে ইন্টারভিউতে চান্দু আকনের ছেলে সজিব আকন অংশ নেয়। নৈশ প্রহরী পদে ইন্টারভিউতে প্রথম হয়ে ইলুহার গ্রামের নাঈম নামের এক যুবকের চাকরি হয়।
এতে সজিব ও তার পিতা চান্দু আকন চরম ক্ষিপ্ত হয়ে এ সন্ত্রাসী কর্মকান্ড ঘটায় এতে তার ডান পা ও বাম হাত ভেঙ্গে যাওয়াসহ সারা শরীর রক্তাক্ত ও ফুলা জখম হয়। এসময় তার সঙ্গে ব্যাগে থাকা পরীক্ষার ফিসহ স্কুল ফান্ডের ৮০ হাজার টাকা ও স্কুলের গুরুত্বপূর্ন কাগজপত্র নিয়ে যাওয়া ও মোটরসাইকেলটিও ভাংচুর করা হয়। তার ডাক চিৎকার শুনে এলাকাবাসি, স্কুলের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এগিয়ে এলে হামলাকারী পিতা-পুত্র হত্যার হুমকি দিয়ে চলে যায়।
অপরদিকে, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আবু বকার সিদ্দিক ও সাধারণ সম্পাদক ফকরুল আলম সহ শিক্ষক সমাজ উপজেলার ইলুহার বিহারী লাল একাডেমির প্রধান শিক্ষক সৈয়দ মো. মাহাবুবুর রহমানের হাত-পা ভেঙ্গে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এবং এদেরকে গ্রেফতার পূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে কর্মসূচি দেওয়া হবে বলেও শিক্ষক নেতৃবৃন্দ জানান। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মাসুদ আলম চৌধুরী বলেন,প্রধান শিক্ষকের ওপর হামলাকারী পিতা-পুত্রকে গ্রেফতারের চেষ্টা চলছে।