টাঙ্গাইলের ধনবাড়ীতে ব্রীজের নির্মাণ সামগ্রী কেন্দুয়ার বাঁশনিয়োগী গ্রামের হারুন অর রশিদের বাড়ি থেকে আংশিক উদ্ধার করা হয়েছে । ধনবাড়ীর সাব ঠিকাদার আমনগ্রামের মৃত আব্দুল কুদ্দুস এর ছেলে মোঃ মফিদুল ইসলাম বীরতারা খাসপাড়া সাকিনস্হ কাঁচা রাস্তার উপর একটি ব্রীজের কাজ করার জন্য গত জানুয়ারিতে এক ট্রাক পাথর আনলোড করেন ।
গত ১৯/০১/২০২৫ তারিখে আনুমানিক রাতের বেলা ব্রীজের সাইট থেকে ২২০ সেফটি পাথর কে বা কাহারা চুরি করে নিয়ে যায় । পরবর্তীতে আবারও ব্রীজের সাইট থেকে ৫০০ কেজির মতো রড এবং ৭০ সেফটি সাদা বালু চুরি হয় । অনেক খোঁজাখুঁজির পর বেশ কয়েকদিন অতিবাহিত হলে গোপন সূত্রে খবর পেয়ে কেন্দুয়ার বাঁশনিয়োগী গ্রামের হারুন অর রশিদ (৪০) , পিতা- আল কাফী এর বাড়িতে বিভিন্ন স্থানে লুকানো অবস্থায় হারানো মালের আংশিক পাওয়া যায় । স্হানীয় লোকজন জানান হারুন এর স্ত্রী মনজিলা বেগম (৩০) এর চুরির সাথে জড়িত ।
পরবর্তীতে স্হানীয় লোকজন এবং পুলিশের সহযোগিতায় সাব ঠিকাদার মফিদুল ইসলাম সাইট থেকে চুরি হওয়া সাদা বালু হারুনের বাড়ির আঙিনায় বেশকিছু বস্তাবন্দি অবস্থায় দেখতে পায় । চুরি হওয়া পাথর হারুনের বাড়ির বক্স খাটের ভিতর, গরুর চারির মধ্যে, উঠানের আনাচে কানাচে এমনকি ঘরের মধ্যে মাটির মেঝেতে বিভিন্ন স্থানে গর্তের ভিতর মাটি চাপা অবস্থায় দেখতে পাওয়া যায় ।
স্হানীয় লোকজন জানান হারুন অর রশিদ বেশকিছু পাথর এবং রড অন্যত্র সরিয়ে ফেলেছে বা বিক্রি করে ফেলেছে । এ ব্যাপারে সাব ঠিকাদার মফিদুল ইসলাম ধনবাড়ী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ।