ঢাকাশুক্রবার , ১৭ নভেম্বর ২০২৩
  1. অন্যান্য
  2. অভিযোগ
  3. অর্থনীতি
  4. আইন বিচার
  5. আওয়ামী লীগ
  6. আগুন
  7. আটক
  8. আন্তর্জাতিক
  9. আবহাওয়া
  10. আমাদের পরিবার
  11. আরো
  12. ইতিহাস ও ঐতিহাসিক
  13. ইসলাম
  14. ইসলামী জীবন
  15. এশিয়া
আজকের সর্বশেষ সবখবর

উখিয়ায় কৃষকের কাঁচা ধান কেটে নিল দুর্বৃত্তরা

50
admin
নভেম্বর ১৭, ২০২৩ ৫:৩১ পূর্বাহ্ণ
Link Copied!

এইচ.কে রফিক উদ্দিন, উখিয়া

কক্সবাজারের উখিয়া উপজেলার এক কৃষকের জমির কাঁচা ধান কেটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। এতে কৃষকের আনুমানিক ৩০ হাজার টাকা ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্থ কৃষক দাবী করেন।

বুধবার (১৫ নবেম্বর ) সকাল ১০ টার দিকে উপজেলার রত্নাপালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের চাকবৈটা এলাকায় এ ঘটনা ঘটে। অভিযোগ সুত্রে জানা যায়, উপজেলার রত্নপালং ইউনিয়নের চাকবৈঠা এলাকার মৃত ফজলুল করিমের রেখে যাওয়া সম্পদ ৭ সাত পুত্র ও ৩ কন্যাকে বন্টন করে দেয় স্হানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রাপ্ত জমিতে মৃত ফজলুল করিমের বড় সন্তান বদিউল আলম দীর্ঘদিন চাষ আবাদ করে আসছেন।কিন্ত গত ২-৩ মাস আগে থেকে জমি কেড়ে নিতে ষড়যন্ত্র করতে থাকে কুচক্রী দুই সহোদর ছৈয়দ আলম ও জসিম উদ্দিন। এতে বদিউল আলম আইনের আশ্রয় নেওয়ায় গত বুধবার ছৈয়দ ও জসিমের নেতৃত্বে ৫/৬ জনের একদল সন্ত্রাসী জড়ো করে ২০ শতক জমির কাঁচা ধান কেটে নিয়ে যায়।

এসময় বদিউল আলম বাঁধা দিতে গেলে তার উপর হামলার চেষ্টা করে ওইসব সন্ত্রাসীরা। স্হানীয় সচেতন মহল বলছে, জমি নিয়ে বিরোধ থাকলে আইন প্রয়োগ করা যায়, তবে জমির বাগিরদার বদিউল আলমের কাঁচা ধান কেটে নষ্ট করা মোটেই ঠিক হয় নি। এ বিষয়ে আদালতে অপরাধীদের বিরুদ্ধে মামলা করেছে বলে জানিয়েছেন ভুক্তভোগী বদিউল আলম।

এই সাইটে নিজম্ব খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকে। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো। বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।