মোঃ শফিয়ার রহমান পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:
পাইকগাছায় জমি নিয়ে বিরোধে রান্না ঘরের কোনে আগুন। একটি পক্ষ বলছে প্রতিপক্ষরা আমাদেরকে ফাঁসাতে ঘরে আগুন দিয়েছে। আরেক পক্ষ বলছে প্রতিপক্ষরা জমিতে ঘেরাবেড়া দিয়ে ঘরে আগুন দিয়েছে। ঘটনাটি রোববার সকাল সাড়ে ৫ টায় উপজেলার গদাইপুরে। এ নিয়ে থানায় অভিযোগ হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
জানা গেছে, মৃত আলী বক্স মোড়োলের ছেলে কবির মনজরুল ও নজরুল গাজীর ছেলে ছহিল উদ্দীনের সাথে বিশ্বরজ্ঞন চৌধুরীর সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ছহিল উদ্দীন গাজী জানান, আমার পিতা ও আলী বক্স মোড়লের ক্রায় সুত্রে ৪৪ শতক জমির মালিক। বর্তমানে এস এ ও বর্তমান জরিপ আমাদের নামে রয়েছে। তারা জোর করে আমাদের জমি ভোগদখল করে আসছে।
রোববার সকালে আমরা আমাদের জমিতে ঘেরা বেড়া যেতে গেলে প্রতিপক্ষরা রানা ঘরে এক কোনে আগুন ধরিয়ে আমাদেরকে ফঁসাতে চায়। পার্শবর্তি মনোরজ্ঞন স্ত্রী লক্ষীরানী বলেন, বিশ্ব রজ্ঞন চৌধরী আমার আত্নীয় তার পরেও আমি সত্য কথা বলবো। তারা নিজেরা ঘরে আগুন দিয়ে প্রতিপক্ষ কবির, মনজুরুল ও ছহিল উদ্দীনদের ফাঁসানোর চেষ্টা করছে।
পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে গিয়েছি। আমার মনেছে এটি সাজানো। তারপরেও তদন্ত চলছে। তদন্ত শেষ হলে জানানো যাবে এটি সাজানো নাকি সত্য ঘটনা।