এইচ এস সি রেজাল্ট শিক্ষা বোর্ডের ২টি ওয়েবসাইটে প্রকাশিত করা হয়েছে। আপনি চাইলে ২ টি ওয়েবসাইট থেকে মোবাইল দিয়ে রেজাল্ট বের করতে পারবেন। নিচে রেজাল্ট দেখার ওয়েবসাইট এর লিংক দেওয়া হলো
নম্বার সহ রেজাল্ট দেখার নিয়ম:
১। এইচ এস সি রেজাল্ট বের করার জন্য প্রথমেই অপনি একটি Browser থেকে উপরের ২ টি রেজাল্ট দেখার লিংক থেকে প্রথম লিংকে ক্লিক করে চলে যান শিক্ষা বোর্ডের নিজস্ব ওয়েবসাইটে।
২। তারপর নিচের ধাপ অনুসারে সব ঘর পূরণ করবে।
Examination এর জায়গায় HSC/Alim সিলেক্ট করবেন।
Year: আপনার পরীক্ষার বছর সিলেক্ট করবেন।
Board: আপানার বোর্ডের নাম সিলেক্ট করবেন।
Roll: আপনার এইচ এস সি রোল নাম্বার এডমিট কার্ড থেকে টাইপ করে লিখবেন।
Reg: No: আপনার এডমিট কার্ড থেকে রেজিস্টেশন নাম্বার টাইপ করে লিখবেন।
সবশেষে একটি Chaptha পুরন করে Submit বাটনে ক্লিক করবেন।
৩। Submit বাটনে ক্লিক করে দিলেই আপনার রেজাল্ট মার্কশিট সহ চলে আসবে।
ফলাফল প্রকাশিত হওয়ার পর এই ওয়েবসাইট গুলোতে অনেক ভিজিটর আসার কারনে লোর্ডিং নিতে অনেক সময় লাগে। যার কারনে রেজাল্ট দেখতে অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় সার্ভার ডাউন হয়ে যায়। তাই আপনারা SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট আরো দ্রুত বের করতে পারবেন।
SMS এর মাধ্যমে এইচএসসি রেজাল্ট দেখার নিয়মঃ
মোবাইলে এসএমএস এর মাধ্যমে এইচ এস সি রেজাল্ট বের করার আরও একটি বিকল্প পদ্ধতি রয়েছে। যার দ্ধারা সহজেই Result বের করা যায়। SMS এর মাধ্যমে HSC রেজাল্ট বের করার জন্য নিচের নিয়মে মেসেজ অপশনে গিয়ে type করুন।
HSC <স্পেস> DHA <স্পেস> Roll <স্পেস> year এবং পাঠিয়ে দিন 16222 নম্বারে।
উদাহরনঃ HSC DHA 123456 2023 এভাবে লিকে ১৬৬২২ নাম্বারে পাঠাতে হবে।
মার্কসিট সহ রেজাল্ট বের করার পদ্ধতিঃ
(১) প্রথমে তোমার মোবাইল বা ল্যাপটপে ইন্টারনেট কানেকশান দিয়ে নাও। এবার শিক্ষা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://eboardresults.com/v2/home তে চলে যাও। অপেক্ষা করো, সম্পূর্ণ পড়ে এরপর রেজাল্ট বের করো।
(২) নিচের নিয়ম অনুসারে তোমার তথ্য দাও –
Examination: HSC/Alim/Equvalent নির্বাচন কর।
Year: পরীক্ষার বছর ২০২৩ নির্বাচন কর।
Board: তোমার বোর্ড নির্বাচন কর।
Result Type: Individual Result নির্বাচন কর
Roll: তোমার রোল টাইপ কর।
Registration (Optional): রেজিঃ না দিলেও চলবে।
Security Key (4 digits) : আকাঁবাকা অক্ষরগুলো খালি বক্সে টাইপ কর।
(৩) সর্বশেষ ধাপে Get Result বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর কিছু সেকেন্ড লোড নিবে, তার তোমার এইচএসসি রেজাল্ট ২০২৩ মার্কশীটসহ বের হয়ে যাবে।
- ঢাকা বোর্ড = DHA
- চট্টগ্রাম বোর্ড = CHI
- কুমিল্লা বোর্ড = COM
- দিনাজপুর বোর্ড = DIN
- যশোর বোর্ড = JES
- রাজশাহী বোর্ড = RAJ
- সিলেট বোর্ড = SYL
- বরিশাল বোর্ড = BAR
- ময়মনসিংহ বোর্ড = MYM
- মাদ্রাসা বোর্ড = MAD
- কারিগরি বোর্ড = TEC
বিশেষ সতর্কতা: রেজাল্ট খারাপ হয়েছে বলে আফসোস করবে না। বরং ভবিষ্যতে ভালো করার প্রত্যয়ে পড়ালেখা করবে। অনেক প্রতারক চক্রের লোক বলবে আমি শিক্ষা অফিসের লোক। ১০হাজার টাকা দিলে তোমার রেজাল্ট পরিবর্তন করে দিবো। এসব প্রতারণার খপ্পরে কখনোই পড়বে না। বরং এদেরকে আইনের আওতায় আনা জরুরি। এসব প্রতারকদের সঠিক তথ্য দিয়ে নিকটস্থ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও দৈনিক তালাশ টাইমস্ কে সহযোগিতা করবে।